v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-08 15:51:18    
৭ মার্চ

cri
    বাওডিন স্থল বাহিনীর আক্যাডিমি প্রতিষ্ঠিত

১৯১২ সালের ৭ মার্চ বাওডিন স্থল বাহিনীর আক্যাডিমি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার মেয়াদ দু' বছরের। ১৯২০ এই আক্যাডিমি বন্ধ হয়।

    তারবিহীন বেতারের অনুষ্ঠান ৭০০০ মাইল দূরে প্রচারিত হয়

১৯২৪ সালের ৭ মার্চ সন্ধ্যায় লন্ডনের ভোজসভার ভাষণ ছ'টি বেতারের মাধ্যমে ৭০০০ মাইল দূরে প্রচারিত হয়। তারবিহীন বেতারের ইতিহাসে এটা একটি মাইলফলক ঘটনা।

    লোসফ নতুন প্রশাসন প্রবর্তন করেন

১৯৩২ সালের ৭ মার্চ তত্কালীণ মার্কিন প্রেসিডেন্ট লোসফ নতুন প্রশাসন প্রবর্তন করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালানোর সময় তিনি জনসাধারণের কাছে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে , প্রেসিডেন্ট হওয়ার পর তিনি দেশে নতুন প্রশাসন প্রবর্তন করবেন। প্রেসিডেন্ট হওয়ার কয়েক দিনের পর তিনি তাঁর প্রতিশ্রুতি পালন করেন। তাঁর কার্যমেয়াদে বেশ কয়েকটি সংস্কার সম্পাদিত হয়।

    নাজি লেইং অঞ্চল দখল করে

১৯৩৬ সালের ৭ মার্চ জামার্নীর সৈন্যবাহিনী লেইং অঞ্চল দখল করে নেয়।

    বৃটেনের উপর জামার্নীর বোমা বর্ষন আবার শুরু

১৯৪১ সালের ৭ মার্চ বৃটেনের উপর জামার্নীর বোমাবর্ষণ আবার শুরু হয়। ১৯৪১ সালের বসন্তকালে হিটলা তার রণনৈতিক নীতি সৌভিয়েত ইউনিয়নের উপর স্থানান্তর করেন। কিন্তু পচ্ছে সৌভিয়েত ইউনিয়ন তাঁর মতলব খন্ডন করে সেই জন্য বৃটেনের উপর জামার্নীর বোমাবর্ষণ আবার শুরু হয়। বৃটেনের শিল্প ব্যবস্থাগুলো জামার্নীর বোমাবষর্ণের লক্ষ্যবস্তু।

    কুওমিতাং আর কমিউনিষ্ট পাটির মধ্যে দ্বিতীয় বার সহযোগিতা ভেংগে যায়

১৯৪৭ সালের ৭ মার্চ কুওমিতাং আর কমিউনিষ্ট পাটির মধ্যে দ্বিতীয় বার আলোচনা ব্যর্থ হয়। এর আগে নানচিন শহরে দু'পাটির প্রতিনিধি দলের মধ্যে দু'পাটির সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তবু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দু'পাটির মধ্যে বিরাট মতভেদ রয়েছে বলে এই আলোচনা বিফল হয়।

    চীন সাফল্যজনকভাবে একটি ব্যবহ্ন টেলিযোগযোগ উপগ্রহ উতক্ষেপন করে

১৯৮৮ সালের ৭ জার্চ চীন সাফল্যজনকভাবে একটি ব্যবহ্নত টেলিযোগাযোগ উপগ্রহ উতক্ষেপন করে। সে দিন সন্ধ্যায় উপগ্রহ কক্ষপথে প্রবেশ করে। চীনের টেলিযোগাযোগ ক্ষেত্রের চাহিদা অনুযায়ী এই উপগ্রহ তৈরী করা হয়।

    চতুর্থ ওলিম্পিক গেমস লন্ডন শুরু

১৯০৮ সালের ৭ মার্চ ব্রিটেনের লন্ডণে চতুর্থ ওলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

    যুক্তরাষ্ট্রের প্রথম কিস্তির ডাইরোসরের জীবাশ্ম আবিস্কৃত

১৯৮৭ সালের ৭ মার্চ নিউইয়র্ক থেকে আসা যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক ইতিহাস যাদুঘরের এক দল লোক ২০ কোটি বছর আগে আমেরিকায় অস্তিত্বমান ডাইনোসরের দেহের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন।