v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-08 15:48:56    
৮ মার্চ

cri
    চীনের মিং রাজামলের বিশিষ্ট ভূগোলবিদ স্যু সিয়াখোর মৃত্যু

    চীনের মিং রাজবংশ আমলের বিশিষ্ট ভূগোলবিদ ও পর্যটক স্যু সিয়াখো চিয়াংসু প্রদেশের চিয়াংইন জেলার অধিবাসী ছিলেন । তাঁর জন্ম চীনের মিং রাজামলে ১৫৮৭ খ্রীষ্টাব্দের৫ জানুয়ারি এবং তিনি ১৬৪১ সালের ৬ মার্চ মৃত্যু বরণ করেন।

    ২১ বছর বয়স থেকে স্যু সিয়াখো চীনের বিভিন্ন নামকরা পাহাড়-পর্বতে ভ্রমণ করেন। ৩০ বছরেরও বেশি সময়ে তিনি চীনের বেশির ভাগ স্থান ভ্রমণ করেন এবং বেশ কয়েকটি ভ্রমণ কাহিনী লিখেন। যেমন" চেচিয়াং প্রদেশ ভ্রমণকাহিনী , ছু (হুপেই ও হুনান প্রদেশ) ভ্রমণকাহিনী, কুয়াংতোং এবং কুয়াংসি ভ্রমণকাহিনীইত্যাদি।

    পরে অন্যরা তাঁর ভ্রমণকাহিনীগুলোকে সংকলিত করে "স্যু সিয়াখোর ভ্রমণ কাহিনী সংকলন" নামে প্রকাশ করেন। বইটি ১৭৭৬ সালে প্রথমে প্রকাশিত হয়। গুহা-বিশিষ্ট পাহাড়পর্বত সম্পর্কে ধারাবাহিক ও বিস্তারিত বর্ণনা সম্বলিত বিরাট গ্রন্থ এটাই সম্ভবত বিশ্বে সর্বপ্রথম।

    যুক্তরাষ্ট্রের জীবানুযুদ্ধের বিরুদ্ধে চীন সরকারের বিবৃতি

    ১৯৫২ সালের ৮ মার্চ মার্কিন সরকারের পরিচালিত জীবানুযুদ্ধের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে চীন গণ প্রজাতন্ত্রের তত্কালীন পররাষ্ট্র মন্ত্রী চৌ এনলাই এক বিবৃতি প্রকাশ করেন।

    বিবৃতিটিতে বলা হয় যে, হামলাকারী মার্কিন বাহিনী ১৯৫২ সালের ২৮ জানুয়ারি কোরিয়ায় ব্যাপকভাবে জীবানুযুদ্ধ শুরু করার পর , ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত আবার উত্তরপূর্বচীনে বিমানযোগে ব্যাপকভাবে জীবানুবাহী কীটপতংগ ছড়িয়ে দিয়েছে। তাতে মোট ৬৮ দফায় ৪৪৮টি বিমান ব্যবহৃত হয়েছে। মার্কিন বিমানগুলো উত্তরপূর্বচীনের লিনচিয়াং এবং হোখৌ এলাকার ওপর বোমা ও গুলিবর্ষণ করেছে। মার্কিন সরকারের এই পাশবিক, বর্বরোচিত আগ্রাসী দুরাচারের বিরুদ্ধে চীনের কেন্দ্রীয় গণসরকার কঠোরভাবে প্রতিবাদ জানাচ্ছে।

    নয়াচীনের প্রথম কিস্তির নারী বৈমানিক

    ১৯৫২ সালের ৮ মার্চ চীনের প্রথম কিস্তির নারী বৈমানিকদের প্রথম পরীক্ষামূলক ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান পেইচিংয়ে আয়োজিত হয়। চীনের জাতীয় গণকংগ্রেসের চেয়ারম্যান চু তে প্রমুখ কেন্দ্রীয় নেতারা পেইচিংয়ের পশ্চিম উপকণ্ঠের বিমানবন্দরে আয়োজিত এই অনুষ্ঠানে নারী বৈমানিকদের বিমান চালনার কলাকৌশল প্রদর্শনী উপভোগ করেছেন । রাজধানী পেইচিংয়ের সাত হাজারেরও বেশি নারী প্রতিনিধি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সাংবাদিকরাও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান শেষ হবার পর চীনের প্রথম কিস্তির নারী বৈমানিকরা একটি নতুন বিমান বাহিনী গঠন করেন। মার্কিন আগ্রাসন প্রতিরোধ আর কোরিয়াকে সাহায্য করার যুদ্ধে চীনের প্রথম কিস্তির নারী বৈমানিকরা বীরত্বের সঙ্গে অংশ নিয়েছেন। তাঁরা প্রধানত বিমান পরিবহণের কর্তব্য পালন করেছেন।

    উল্লেখ্য যে, ১৯৫১ সালের এপ্রিল মাসে চীনের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৫৫ জন নারী শিক্ষার্থীকে বিমান চালনার প্রশিক্ষণের জন্য উত্তরপূর্বচীনের মুতানচিয়াং ৭ নম্বর বিমান চালনা কলেজে পাঠানো হয়।

    মানবদেহে প্রথম যান্ত্রিক হৃত্ পিণ্ডের ব্যবহার

    ১৯৫২ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া হাসপাতাল ঘোষণা করেছে, মানবজাতি সাফল্যের সঙ্গে প্রথমবারের মতো একটি যান্ত্রিক হৃত্ পিণ্ড রোগীর শরীরে প্রতিস্থাপন করেছে। রোগীর বয়স ৪১ বছর, তিনি ইস্পাত কারখানার শ্রমিক, এই কৃত্রিম হৃত্ পিণ্ডের সাহায্যে তার প্রাণ অতিরিক্ত ৮০ মিনিট বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছিলো।