 উপকরণ :
১. মুরগীর পা দুটি বা ৭০০ গ্রাম
২. আদা কুঢি ১ টেবিল চামচ
৩. পেয়াজ কলি দুটি
৪ ডিম অর্ধেকটি
৫. বেসন পরিমান মত
৬ তেল পরিমান মত
ম্যারিনেড :
অল্প তিলের তেল ও গোল মরিচ
১/৩ চামচ লবন
ঘণীভূতকরণ :
৩ টেবিলচামচ লাল ভিফোর , ৩ টেবিল চামচ পানি ১.৫ টেবিল চাম টমেটো সস , ২.৫ টেবিল চামচ চিনি এক চা চামচ বেসন , ১/৪ চা চামচ লবন
পদ্ধতি :
১. ধুয়ে মুছে চিকেন লেগ দু টুকরো করে কাটুন । ২০ মিনিট ম্যারিনেড করুন
২. ২ টেবিল চামচ বেসনের মধ্যে ডিম ফেটিয়ে নিয়ে ভালো করে মেশান । মুরগীর মাংস এতে ভালো করে মিশিয়ে নিন ।
৩. কড়াটতে যথেষ্ট তেল নিয়ে গরম করুন । মুরগীর মাংস ডুবো তেলে ভালো করে ভাজুন । তেল ঝরিয়ে নিন ।
৪. এক টেবিল চামচ তেলে আদা নেড়ে চেড়ে ভাজুন । ঘণীভূতকরণ উপাদানগুলো যোগ করুন । সেদ্ধ করুন । মুরগীর মাংস যোগ করুন । ভালো করে মেশান পেয়াজ কলি যোগ করুন । মিনিট খানেক পর নামিয়ে ফেলুন পরিবেশন করুন ।
|