v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-08 14:40:37    
ভারতের তীর্থনগর- বারণসীতে টানা বিস্ফোরণ

cri
    হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উত্সব- হোলি উত্সবের প্রাক্কালে ভারতের তীর্থস্থান বারণসীতে গত মংগলবার সন্ধ্যায় একটানা বিস্ফোরণ ঘটেছে । বিস্ফোরণে কমপক্ষে ১২জন নিহত এবং ষাটেরও বেশি লোক আহত হয়েছেন । আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে ।

    বারণসী ভারতের উত্তর-পূর্ব অংশে অবস্থিত । মংগলবার সন্ধ্যায় সেই শহরে অল্প সময়ের মধ্যে তিনটি বিস্ফোরণ ঘটেছে । সোয়া ৬ টায় গংগা নদীর তীরে অবস্থিত সংকটমোচন মন্দিরে প্রথম বিস্ফোরণ ঘটে । বারণসীর ২ হাজারেরও বেশি মন্দিরের মধ্যেষোড়শ শতাব্দিতে নির্মিত এই মন্দির সুপরিচিত মন্দিরের অন্যতম । গত মংগলবার ছিল হিন্দুদের হনুমান পূজার দিন । সংকটমোচন মন্দির লোকে লোকারণ্য ছিল । বিস্ফোরণে কমপক্ষে ৬জন নিহত এবং বিশ বাইশ লোক আহত হয়েছে । সৌভাগ্যের বিষয় হচ্ছে, মন্দিরটির প্রধান ইমারত ও দেবতার মুর্তি বিক্ষত ছিল । সাড়ে ৬টায় সংকরমোচন মন্দিরের ১১ কিলোমিটার দূরে অবস্থিত বারণসী রেল স্টেশনে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে । তারপর রওয়ানা হওয়ার কিছুক্ষণ আগে একটি ট্রেনের একটি কামরায়ও বিস্ফোরণ ঘটে । তাতে লোকজনের গুরুতর ক্ষতি হয়েছে ।

    একটানা বিস্ফোরণ ঘটার পর স্থানীয় পুলিশ ও ত্রাণকর্মীরা দ্রুত বিস্ফোরণের দুটো স্থানে গিয়েছেন । সংকটমোচন মন্দিরকে জরুরী ভিত্তিতে বন্ধ করে দেয়া হয়েছে এবং বারণসী রেল স্টেশনের লোকজনকেও অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে । সমস্ত আহতদের আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে । পুলিশের পরবর্তী তল্লাশীর প্রক্রিয়ায় হিন্দুদের স্নানের জন্যে ব্যবহৃত একটি ঘাটে আবার ৪টি বোমা উদ্ধার করা হয় যেগুলো বিস্ফোরিত হয় নি ।

    প্রবাদ আছে , শিব তীর্থ নগর - বারণসী নির্মাণ করেছিলেন । তার ৬ হাজারেরও বেশি বছরের ইতিহাস রয়েছে । বারণসী পৃথিবীর প্রাচীনতম শহরের অন্যতম । হিন্দুদের মনে বারণসী হচ্ছে তাদের তীর্থ স্থান এবং স্বর্গের নিকটতম স্থান । প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রী এখানে এসে স্নান করেন । এমন একটি তীর্থ স্থানে টানা বিস্ফোরণ ঘটেছে । তা সত্যিই একটি গুরুতর ঘটনা । ভারতের প্রেসিডেন্ট এ পি জে কালাম ও প্রধানমন্ত্রী মানমোহান সিং আলাদা আলাদাভাবে বিবৃতি দিয়ে বিস্ফোরণমূরক ঘটনার নিন্দা করেছেন । প্রধানমন্ত্রী সিং তার বিবৃতিতে বলেছেন , বর্তমান পরিস্থিতির মোকাবেলার জন্যে সরকার বলিষ্ঠ ব্যবস্থা নেবে । তিনি জনসাধারণের কাছে সংযম ও সংহতি বজায় রাখার আহবান জানিয়েছেন । ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরী অধিবেশনে এই ঘটনার মূল্যায়ণ করেছে এবং নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে । অধিবেশনের পর পরই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী শিভরাজ পাটিল ও ক্ষমতাসীন জোটের চেয়ারম্যান সোনিয়া গান্ধী বারণসীতে গিয়েছেন । উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মুলাইয়াম সিং ইয়াদাভ বলেছেন , বিস্ফোরণের সংগে জড়িত সকল লোকের বিরুদ্ধে কঠোর শাস্তি দেয়া হবে । তিনি ঘোষণা করেছেন , প্রাদেশিক সরকার প্রত্যেক নিহতের পরিবারের কাছে ৫ লাখ রুপী পাবেন এবং প্রত্যেক আহতকে ১ লাখ রুপী দেবে আর সমস্ত চিকিত্সা-ফি মওকুফ করবে ।

    বারণসির টানা বিস্ফোরণ ঘটার পর পরই ভারতের বিভিন্ন স্থানকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে । রাজধানী নয়াদিল্লীতে গুরুত্বপূর্ণ স্থানে ও প্রধান প্রধান মন্দিরে বাড়তি ৪ শ'রও বেশি নিরিপত্তা কর্মীকে পাঠানো হয়েছে। ভারতের বৃহত্তম শহর বোম্বাইয়ে পুলিশ সার্বিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা অবলম্বন করেছে । বিশেষ করে যারা মন্দিরে প্রবেশ করবে , তাদের ওপর কঠোর তল্লাশীর ব্যবস্থা নেয়া হচ্ছে ।

    বর্তমানে কোনো সংস্থা এই বিস্ফোরণেন জন্যে দায়ী হওয়ার কথা ঘোষণা করে নি । ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী পাটিল মনে করেন যে, উগ্রপন্থীরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যকার সম্প্রীতি ও শান্তি ব্যহত করার জন্যে উগ্রপন্থীরা এই বিস্ফোরণ ঘনিয়েছে ।