৭ মার্চ জাতিসংঘ মহাসচিব কফি আনান ৬০তম জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে "জাতিসংঘের সংস্কার করা : আরও শক্তশালী বিশ্ব সংস্থা গঠন করা" নামক একটি রিপোর্ট দাখিল করেছেন , রিপোর্টে জাতিসংঘের পরিচালনা সম্বন্ধে তিনি ২৩টি প্রস্তাব দিয়েছেন ।
গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত জাতিসংঘের শীর্ষ সম্মেলনের "ফলাফল দলিল" অনুযায়ী এই রিপোর্ট প্রণয়ন করা হয়েছে । রিপোর্টে জাতিসংঘের কর্মচারী নিয়োগ , পরিচালনার সামর্থ্য , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , পরিসেবা , বাজেট ও সিদ্ধান্ত নেয়ার ব্যবস্থা ইত্যাদি ছয়টি ক্ষেত্রে এবং সংস্কার ইত্যাদি সমস্যায় বিস্তারিত প্রস্তাব দাখিল করা হয়েছে ।
রিপোর্টে বলা হয়েছে , জাতিসংঘের উচ্চ পর্যায়ের পরিচালনার কাঠামোর পরিবর্তন করতে হবে । নির্বাহী উপ মহাসচিবকে আনুষ্ঠানিক ক্ষমতা দেয়া হবে । রিপোর্টে বর্তমানের বাজেট ও অর্থ ব্যবস্থার ব্যাপক সংস্কার করার প্রস্তাবও দেয়া হয়েছে , বাজেটের যাচাই ও অনুমোদন দেয়ার সময় কমানো হবে , শান্তি রক্ষা তত্পরতার হিসাব যুক্ত করা হবে এবং কর্মচারী নিয়োগ ও অর্থ ক্ষেত্রে মহাসচিবের ক্ষমতা বাড়ানো হবে ।
|