যদিও তাইওয়ান কর্তৃপক্ষ দু'তীর সম্পর্ক উন্নয়নে বাধা দেয়ার প্রয়াস চালিয়েছে, তাইওয়ানের যুবকযুবতী মূলভূভাগে চাকরি করার আগ্রহ কিন্তু ক্রমাগত বাড়ছে।
তাইওয়ানের একটি জরীপ থেকে জানা গেছে, গত বছরের প্রথম দুই মাসে তাইওয়ানীদের মধ্যে শুধু দশ ভাগের এক ভাগ মূলভূভাগে কাজ করতে আগ্রহী। কিন্তু চলতি বছরের জানুয়ারী মাসে ছেন সুই পিয়েনের "রাষ্ট্রীয় একায়ন পরিষদ ও কর্মসূচী" বাতিল করার ঘোষণা দেয়ার পর এই প্রবণতা স্পষ্টভাবে বেড়ে ১৬ শতাংশে দাঁড়িয়েছে। আর ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ২০ শতাংশ হয়েছে।
জানা গেছে, বর্তমানে তাইওয়ানীরা মূলভূভাগে প্রধানত আই.টি. শিল্প, ইলেক্ট্রিকল ইঞ্জিনিয়ারিং ও সেলস ম্যানেজমেন্ট ইত্যাদি কাজ করেন। তাদের মধ্যে অধিকাংশের স্নাতক ডিগ্রী আছে।
|