ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা পরিষদের সম্মেলনে ৮ মার্চ ইরান পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, সদস্য দেশগুলো অন্য কোনো প্রস্তাবের খসড়া পেশ করেনি বলে, তারা মহাসচিব মোহামেদ এল-বাড়াদেই'র প্রস্তাব নিয়েই আলোচনা করবে। যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশ ইরান সমস্যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দাখিল করতে চায়। পক্ষান্তরে উন্নয়নশীল দেশগুলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে সমস্যা সমাধানের মতাধিষ্ঠান পোষণ করে।
|