৭ মার্চ ভারতের উত্তর প্রদেশের তীর্থ স্থান বারণসীতে পর পর তিনটি বিস্ফোরণ ঘটেছে , ফলে কমপক্ষে ১২ জন নিহত আর প্রায় ৬০ জন আহত হয়েছে ।
জানা গেছে , প্রথম বিস্ফোরণ গঙ্গা নদী তীরের হিন্দুধর্মের বিখ্যাত সংকট মোচন মন্দিরে ঘটেছে , তখন মন্দিরে কয়েক শো তীর্থ যাত্রী ছিলেন । এর পরে বারণসীর রেল স্টেশনে এবং স্টেশন ছাড়তে প্রস্তুত এটি ট্রেনেও বিস্ফোরণ ঘটেছে । পুলিশ পক্ষ বারণসী শহরে আরও ৪টি অবিস্ফোরিত বোমা আবিস্কার করেছে ।
ঘটনা ঘটার পর ভারতের প্রধানমন্ত্রী মানমহন সিং তাঁর বিবৃতিতে এর তীব্র নিন্দা করেছেন এবং জনগণের প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন ।
বর্তমানে কোনো সংস্থা বা ব্যক্তি এই তিনটি বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে নি । ভারত সরকারও বলে নি এই ধারাবাহিক বিস্ফোরণ সন্ত্রাসী হামলা কিনা । ঘটনা সম্পর্কে তদন্ত এখন চলছে ।
|