|
 |
(GMT+08:00)
2006-03-07 20:16:59
|
ওপেকের সর্বোচ্চ পরিমাণ তেল উত্পাদন পরিবর্তনের সম্ভাবনা বাতিল করলেন আমিরাতের শক্তিসম্পদ মন্ত্রী
cri
সংযুক্তআরব আমিরাতের শক্তি সম্পদ মন্ত্রী হামিলি ৬ মার্চ বলেছেন, ৮ মার্চ জেনিভায় ওপেকের আয়োজিত অধিবেশনে বতর্মানে দিনে ২ কোটি ৮০ লক্ষ ব্যারেল তেল উদপাদনের সর্বোচ্চ সীমিত পরিমাণ বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। ওপেকের এই অধিবেশনে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের কাছে প্রকাশিত একটি বিবৃতিতে তিনি ওপেক সর্বোচ্চ সীমিত পরিমাণ তেল উত্পাদনপরিবর্তনের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ওপেকের এখনও দিনে ২০ লক্ষ ব্যারেল তেল উত্পাদন বাড়ানোর ক্ষমতা আছে। কিন্তু এই বাড়ানোর ক্ষমতা প্রয়োগ করতে সময় লাগবে। বিশ্বের প্রধান প্রধান তেল-ব্যবহারকারী দেশগুলো মধ্য-প্রাচ্য তেলের উপর নিভর্রতা কমানোর কথা ঘোষণা করেছে বলে তিনি জোর দিয়ে বলেছেন, মধ্য-প্রাচ্য এখনও বিশ্বের বিভিন্ন জায়গার তেল সরহরাহের প্রধান উত্স।
|
|
|