থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাক্সিন শিনাওয়াট্রা ৭ মার্চ সকালে বলেছেন, তিনি আশা করেন, বিরোধী পার্টি এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন প্রতিরোধ করবে না, এবং তাদের যথাশীঘ্র নির্বাচনের তালিকাভুক্ত হওয়া উচিত।
থাইল্যান্ডের বার্তা সংস্থার খবরে প্রকাশ, থাক্সিন সেদিন বলেছেন, তিনি মুফানবুরি ভবনে অনুষ্ঠিতব্য থাই রাক থাই পার্টির নির্বাচন সমাবেশে অংশ নেবেন, এবং বিরোধী ছাট থাই পার্টির নেতাদর সঙ্গে বৈঠক করবেন।
থাইল্যান্ডের নির্বাচন কমিটির বলেছে, ভোটার তালিকাভুক্তের কাজ ৮ মার্চ সমাপ্ত হবে। বর্তমানে, থাইল্যান্ডের তিনটি প্রধান বিরোধী পার্টি ছাট থাই পার্টি, মাহাছোন পার্টি ও ডেমোক্রাট পার্টি এখনও নির্বাচনের তালিকাভুক্ত হয় নি।
|