চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনে দু'টি রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে, তাতে প্রকাশ এ বছরে চীন সরকারের প্রধান পুঁজি বিনিয়োগ হবে গ্রামের উত্পাদন আর জীবনযাত্রা উন্নয়ন করা, মৌলিক শিক্ষা ত্বরান্বিত করা, গণ স্বাহ্যরক্ষাসহ সমাজের ব্রতের উন্নয়ন করা।
এ দু'টি রিপোর্ট হল ২০০৬ সালের জাতীয় অর্থনীতি আর সমাজের উন্নয়নের পরিকল্পনার খসড়া রিপোর্ট এবং অর্থনৈতিক বাজেটের খসড়া রিপোর্ট। এ দু'টি রিপোর্ট থেকে জানা গেছে, এ বছরে, গ্রাম সংশ্লিষ্ট ব্যয় প্রায় ৩৪০ বিলিয়ন ইউয়েন রেনমিনপি, গত বছরের চেয়ে তা ১৪% বাড়বে।
এ দু'টি রিপোর্ট সম্পর্কে ১৪ মার্চ এবারকার সম্মেলনে ভোট নেওয়া হবে।
|