গ্রামাঞ্চলের স্কুলগুলোরশিক্ষার মান উন্নত করার জন্য চীন সরকার শহরাঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকদের গ্রামাঞ্চলে শিক্ষকতা করতে উত্সাহ ও সমর্থন করার অনেক ব্যবস্থা নেবে । ৭ মার্চ চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত একটি তথ্য জ্ঞাপন সভায় আমাদের প্রতিবেদক এই তথ্য পেয়েছেন ।
জানা গেছে , চীনের বিভিন্ন প্রদেশের শিক্ষা বিভাগ শহরের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকদের প্রত্যন্ত ও গরীব গ্রামাঞ্চলে পাঠানোর পরিকল্পনা প্রণয়ন করছে । গ্রামাঞ্চলের স্কুলগুলোর শিক্ষার মান উন্নত করার জন্য গ্রামাঞ্চলের স্কুলগুলো বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের গ্রামে শিক্ষকতা করতে স্বাগত জানায় । একই সময় বিভিন্ন শহরের শিক্ষকদের এক বছর বা দু বছরের জন্য গ্রামের স্কুলের পাঠানোর ব্যবস্থা নিচ্ছে ।
বর্তমানে চীনের গ্রামাঞ্চলের স্কুলগুলোর শিক্ষকের মান শহরের স্কুলের চেয়ে অনেক নীচু ।একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , গ্রামাঞ্চলের প্রাথমিক স্কুলগুলোতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা পাওয়া শিক্ষকের অনুপাত ৪৭ শতাংশ আর মাধ্যমিক স্কুলগুলোতে স্নাতক ডিগ্রির শিক্ষকের অনুপাত মাত্র ২৪ শতাংশ ।
|