কিছু দিন আগে দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশে একজন রোগী বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন । এই উপলক্ষে ম্যাকাও বিশেষ প্রশাসন সরকার বার্ড ফ্লু প্রতিরোধের তিনটি ব্যবস্থা কড়াকড়িভাবে বলবত্ করার কথা উল্লেখ করেছে । এই তিনটি ব্যবস্থা হলো , নাগরিকদের বার্ড ফ্লু প্রতিরোধ ব্যবস্থা নেয়া , হাঁসমুর্গী ও পাখির অবাধ চলাচল নিয়ন্ত্রন আর সন্দেহজনক হাঁসমুর্গী ও রোগীর সময়োচিত সনাক্তকরণ ।
৬ মার্চ ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের বার্ড ফ্লু প্রতিরোধ গ্রুপের একটি অধিবেশনে কড়াকড়িভাবে বার্ড ফ্লু প্রতিরোধ ব্যবস্থা কার্যকরী করা , মূলভূভাগ ও হংকংয়ের সঙ্গে বার্ড ফ্লু প্রতিরোধ সংক্রান্ত তথ্য বিনিময় জোরদার করা , অতিথি পাখি সংরক্ষণ অঞ্চল ও পার্কের পাখি বিভাগ বন্ধ করা , হাঁস-মুর্গী ও পাখি পাচারের বিরুদ্ধে আঘাত হানা আর বার্ড ফ্লু প্রকোপ তত্ত্বাবধান জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
|