আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৩৫টি সদস্য দেশ ৬ মার্চ ভিয়েনায় অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়েছে। মহাসচিব মোহামেদ এল-বাড়াদেই সম্মেলনের আগে বলেছেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে পারমাণবিক সমস্যা নিয়ে চুক্তি স্বাক্ষরের আশা রয়েছে।
অন্য খবরে জানা গেছে, ইরান সরকারের মুখপাত্র মোহসিন আলহাম ৬ মার্চ বলেছেন, ইরানের নীতি নমনীয় হবার সম্ভাবনা আছে। নতুন অবস্থা দেখা দিলে ইরান তার স্বার্থের কাঠামোতে শান্তিপূর্ণ পদ্ধতিতে সমস্যা সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না।
একই দিনে ইরান পারমাণবিক সমস্যার সংশ্লিষ্ট পক্ষ চুক্তি স্বাক্ষরের জন্য প্রচেষ্টা চালিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভ বলেছেন, রাশিয়া দেয়া ইরানের সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যৌথ শিল্পপ্রতিষ্ঠানের প্রস্তাব এখনো কার্যকর। এবং যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই সমস্যা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের সঙ্গে আরো আলোচনা করবেন। সাউদি আরবে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট জেক শিরাক বলেছেন, বর্তমানে শান্তিপূর্ণ পদ্ধতিতে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের সম্ভাবনা আছে। ফ্রান্স ইরানকে আলোচনায় ডেকে আনার প্রয়াস ছাড়বে না।
অন্য খবরে জানা গেছে, মার্কিন হোয়াট হাউসের মুখপাত্র স্কোট মেকলেলন আন্তর্জাতিক সমাজের কাছে ইরানের উপর দেয়া চাপ অব্যাহত রাখা এবং তাকে পারমাণবিক অস্ত্র গবেষণা করতে বাধা দেয়ার জন্য বাস্তব ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।
|