v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-07 11:43:41    
ইরনের পরমাণবিক সমস্যা আবার সন্ধিক্ষণের সম্মুখীন

cri
    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদের অধিবেশন ৬ মার্চ ভিয়েনায় শুরু  হয় । চলতি অধিবেশনে ইরানের পরমাণু সমস্যা সম্পর্কে প্রস্তাব গ্রহণ করা হবে । প্রস্তাবটি এবং গত ৪ ফেব্রুয়ারী পরিষদের গৃহীত ইরানের পরমাণু সমম্যা সংক্রান্ত প্রস্তাবটি আর এই সংস্থার সংশ্লিষ্ট রিপোর্ট ও প্রস্তাব একসাথে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের কাছে পেশ করা হবে । তাই এবারকার অধিবেশন আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে ।
    চলতি অধিবেশনে ইরানের পরমাণু সমস্যা নিয়ে আলোচনার ভিত্তি হিসেবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাসচিব মোহাম্মদ এল বারাদেই গত ২৭ ফেব্রুয়ারী পরিষদের সদস্যদের মধ্যে ১১পৃষ্ঠার একটি রিপোর্ট বিলি করেছেন । জানা গেছে , রিরোটটিতে একদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সংগে ইরানের সহযোগিতার প্রতি সম্মতি জানানো হয়েছে , অন্যদিকে জোর দিয়ে বলা হয়েছে , আরো বহু অমীমাংশিত  সমস্যা স্পষ্টতর হওয়া  সাপেক্ষ ।
    সাধারণ লোকদের মতে  এটা একটি ভারসাম্যপূর্ণ রিপোর্ট । এতে ইরানের পরমাণু সমস্যায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মৌলিক মতাধিষ্ঠান প্রতিফলিত হয়েছে । ৬ মার্চ পরিষদের অধিবেশন শুরু  হওয়ার আগে বারাদেই বলেছেন , সংঘাত কোনো লোকের   উপকার করবে না । ইরানের পরমাণু সমস্যার একমাত্র সমাধান পদ্ধতি হচ্ছে পরমাণু সমস্যা এবং নিরাপত্তা , অর্থনীতি ও রাজনীতির সমস্যার বহুমুখী বিবেচনার একটি সার্বিক চুক্তি স্বাক্ষর করা । তিনি বিভিন্ন পক্ষের কাছে এর জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আবেদন জানিয়েছেন । তার মতে আগামী সপ্তাহে বা আগামী সপ্তাগের আগে ও পরে সংশ্লিষ্ট পক্ষগুলো খুব সম্ভবত ইরানের সংগে পরমাণু সমস্যা সম্পর্কে একমত  হতে পারবে ।
    আলোচ্যসূচী অনুসারে ৭ ও ৮ মার্চ অধিবেশনে  ইরানের পরমাণু সমস্যা নিয়ে আলোচনার কথা । তবে ইতিমধ্যে বিভিন্ন পক্ষ পর পর তাদের অধিষ্ঠান প্রকাশ করেছে । জাতি সংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি জন বোলটন৫ মার্চ বলেছেন , বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ইরানের পরমাণু সমস্যা জাতি সংঘ নিরাপত্তা পরিষদের কাছে পেশ করা একান্ত প্রয়োজন । আন্তর্জাতিক সমাজ ইরানের পরমাণু সমস্যার ওপর গুরুত্ব না দিলে সেই সমস্যার সমাধান আরো কঠিন হয়ে পড়বে । তিনি সতর্ক দিয়ে বলেছেন , যদি ইরান তার স্পর্শকাতর পারমাণবিক তত্পরতা অব্যাহত রাখে  তাহলে  সে করুণ পরিণতির সম্মুখীন হবে । অন্য একটি খবরে প্রকাশ , যুক্তরাষ্ট্র একটি কঠোর খসড়া বিবৃতি প্রণয়ন করেছে । তাতে ইরানের কাছে ৩০ দিনের মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সংগে সহযোগিতা করা এবং তার পরমাণু পরিকল্পনা বন্ধ করে রাখার দাবি জানানো হয়েছে ।
    ইরানের মনোভাবও অনুরূপভাবে অনমনীয় । ইরানের পরমাণু সমস্যার আলোচনার প্রধান প্রতিনিধি রালি জানি ৫ মার্চ বলেছেন , পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বন করলে ইরান পিছ পা হবে না । পরমাণু সমস্যা নিরাপত্তা পরিষদের কাছে পেশ করলেও ইরান পারমাণবিক শক্তি গবেষণা ও উন্নয়নের পথে এগিয়ে যাবে । তিনি আবার ঘোষণা করেছেন , ইরান কোনোমতেই পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ উন্নয়ন ও ব্যবহারের অধিকার পরিত্যাগ করবে না ।
    চীন বরাবরই কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যা সমাধানের পক্ষপাতী । জাতি সংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া বলেছেন , ইরানের বিরুদ্ধে কোনো প্রকারের শাস্তিমূলক প্রস্তাবের পক্ষে ভোট দেবে না । এই সমস্যা নিয়ে মত বিনিময়ের জন্যে চীন তার উপপরাষ্ট্র মন্ত্রীকে ইরানে পাঠিয়েছে ।
কতিপয় সংবাদপত্র বলেছে , যেহেতু পরিষদের মধ্যে মতভেদ রয়েছে , সেহেতু এবারকার অধিবেশনে ইরানের বিরুদ্ধে শাস্তি দেয়ার জন্যে নিরাপত্তা পরিষদের কাছে আহবান জানানোর প্রস্তাব গ্রহণের সম্ভাবনা নেই ।