চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনের মুখপাত্র উ চিয়েন মিন ৭ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীনের উন্নয়নের প্রধান বৈশিষ্ট্য হলো বিশ্বের সঙ্গে একত্রে উন্নয়নের সাফল্য উপভোগ করা।
সি.আর.আই'র সংবাদদাতাকে দেয়া সাক্ষাত্কারে উ চিয়েন মিন বলেছেন, চীনের উন্নয়ন অন্যান্য উন্নয়নশীল দেশের উন্নয়ন ত্বরান্বিত করেছে। উদাহরণ হিসেবে আসিয়ানের কথা ধরা যাক, ২৭ বছর আগে চীন-আসিয়ানের বাণিজ্য মূল্য ৮০ কোটি মার্কিন ডলার, ২০০৪ সালে তা ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এবং চীন-আসিয়ানের বাণিজ্য থেকে আসিয়ান ২০ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত পেয়েছে। তা আসিয়ানের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান কারণ।
উ চিয়েন মিন আরো বলেছেন, সংশ্লিষ্ট জরীপ অনুযায়ী, গত দশ বছরে চীনের উন্নয়ন যুক্তরাষ্ট্রের কোম্পানি ও ব্যবসায়ীদের জন্য প্রচুর মুনাফা এনে দিয়েছে। এবং মার্কিন ক্রেতাদের জন্য অনেক খরচ বাঁচিয়ে দিয়েছে। ইইউ'র একই অবস্থা। চীন বিশ্বের উন্নত দেশের সঙ্গে একত্রে উন্নয়নের সাফল্য উপভোগ করছে।
|