যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরীপ বিভাগ,অর্থাত ইউ.এস.জি.এস. ৬ মার্চ রিপোর্ট দিয়েছে যে, ভারত মহাসাগরের মধ্য অঞ্চলে স্থানীয় সময় ৬ মার্চ দুপুর ১১টা ১৩ মিনিটে রিক্টার স্কেলে ৬.২ মাত্রার ভূমিকম্প ঘটেছে। বর্তমানে বিশেষজ্ঞরা এবারকার ভূমিকম্পের প্রভাবের উপর ঘনিষ্ঠ দৃষ্টি রাখছেন।
ইউ.এস.জি.এস. প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এবারকার ভূমিকম্পের কেন্দ্র বিন্দু ভারত মহাসাগরের মধ্য অংশ, ফ্রান্সের অধিকৃত আমস্টার্ডেম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকের ২৭০ কিলোমিটার দূরের সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার নিচে অবস্থিত।
ইউ.এস.জি.এস'র মতে এবারকার ভূমিকম্প জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে। বর্তমানে বিশেষজ্ঞরা এর উপর নিবিড় দৃষ্টি রাখছেন।
|