৬ মার্চ ভারত ও অস্ট্রেলিয়া নয়াদিল্লীতে অর্থনৈতিক কাঠামোমূলক চুক্তি স্বাক্ষর করেছে , যাতে খনি-খনন , অবকাঠামো , পর্যটন এবং জীববিদ্যা প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা প্রসারিত হতে পারে ।
ভারতে সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জোন হোয়ার্ড চুক্তি স্বাক্ষরের পর বলেছেন , এই চুক্তি অনুযায়ী দু'দেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রের রণনৈতিক সহযোগিতা জোরদার করবে ।
চুক্তি অনুযায়ী , শক্তি সম্পদ , খনি-খনন , অবকাঠামো নির্মাণ , শিক্ষা , পর্যটন , বিনোদন ও জীববিদ্যা প্রযুক্তি ক্ষেত্রে দু'দেশ বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসা সুযোগ উন্নয়ন করার উত্সাহ দেবে । অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে বিমান চুক্তি ও শুল্কহার সম্পর্কিত সমঝোতা স্মারকলিপি স্বাক্ষর করবে ।
৬ মার্চ দু'দেশ প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারকলিপিও স্বাক্ষর করেছে । যাতে নৌবাহিনী , প্রতিরক্ষা শিল্প , গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করা যায় ।
|