৬ মার্চ পেইচিংয়ে চীনের জাতীয় গণ-কংগ্রেসের বার্ষিক অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা সরকারের কার্যবিবরণী যাচাই করার সঙ্গে সঙ্গে পরবর্তী পাঁচ বছরে চীনের আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনার খসড়া পর্যালোচনা করেছেন।
এই পরিকল্পনায় রয়েছে : সমাজতান্ত্রিক নতুন গ্রাম বিনির্মাণ করা , শিল্প কাঠামো উত্কৃষ্ট করা , বিভিন্ন অঞ্চলের সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করা এবং মিতব্যয়ী আর পরিবেশ-সহায়ক সমাজ প্রতিষ্ঠা করা ইত্যাদি বিষয় । খসড়া পরিকল্পনায় প্রধানত দেশের রণনৈতিক লক্ষ্য এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্তব্য নির্ধারণ করা হবে । তা হল পরবর্তী পাঁচ বছরে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের নীতিগত দলিল ।
একইদিন , চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনে অংশগ্রহণকারীরাও এই পরিকল্পনা নিয়ে পরামর্শ করেছেন ।
|