|
সাংহাই সহযোগিতা সংস্থা আর পযর্বেক্ষক দেশগুলোর মধ্যে সন্ত্রাস দমন সহযোগিতা জোরদার
cri
|
সম্প্রতি একটি সাক্ষাত্কারে রাশিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী আলেকজান্ডার আলেকসেয়েফ বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থা এই সংস্থার পযর্বেক্ষক দেশগুলোর সঙ্গে সন্ত্রাস দমন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার পরিকল্পনা নিচ্ছে। তিনি বলেছেন, এখন সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিষ্ঠার পযার্য় সমাপ্ত হয়েছে। পরর্বতী ধাপ হল অর্থনৈতিক ক্ষেত্রে, সমাজের স্থিতিশীলতা আর রিরাপত্তারক্ষেত্রের প্রবেশ । তিনি বলেছেন, গত বছরের শরত্কালে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার প্র্রধান মন্ত্রীদের সম্মেলনে স্পষ্টভাবে বলা হয়েছে, সন্ত্রাস দমন , অর্থনীতি আর সম্পদ ও শক্তি এ তিনটি ক্ষেত্র এই সংস্থার সবচেয়ে বড় স্বার্থ।
|
|