নাইজেরিয়ার দক্ষিণাংশের তেল উত্পাদনকারী অঞ্চলের ইজাও সরকার বিরোধী সশস্ত্র সংগঠন -- নাইজার বদ্বীপ মুক্তি আন্দোলন৫ মার্চ হুমকি প্রদর্শন করে বলেছে , নাইজেরিয়ার তেল উত্পাদন অর্ধেক কমানোর জন্য এই আন্দোলন অব্যাহতভাবে এ অঞ্চলে বিদেশী তেল কম্পানিগুলোর স্থাপনার উপর হামলা চালাবে ।
একই দিন এই আন্দোলনের একটি ই-মেলে বলা হয়েছে , নাইজার বদ্বীপ মুক্তি আন্দোলন তাদের হামলার আওতা দক্ষিণাংশের উপকূলীয় অঞ্চল থেকে অভ্যন্তরভাগে সম্প্রসারণ করবে । এই আন্দোলন আরো ঘোষণা করেছে , যতদিন পর্যন্তনাইজেরিয় সরকার তাদের আটক করা দুজন ইজাও নেতাকে মুক্তি এবং এই অঞ্চলকে দেয়া তেল থেকে পাওয়া আয় বাড়িয়ে না দেবে , ততদিন পর্যন্ত এই আন্দোলন তাদের হামলা বন্ধ করবে না ।
|