v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-06 18:49:32    
২৮ ফেব্রুয়ারী--৬ মার্চ, ২০০৬

cri
জাতীয় গণ কংগ্রেসে আগামী পাঁচ বছরের রাষ্ট্রীয় উন্নয়নের পরিকল্পনা নির্ধারিত হবে

চীনের দশম জাতীয় গণ কংগ্রেসের চতুর্থ অধিবেশন ৫ মার্চ পেইচিংএ উদ্বোধন হয়েছে। অধিবেশনে আগামী পাঁচ বছরে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য আর গুরুত্বপূর্ণ নীতিপন্থা নিধার্রিত হয়েছে।

প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের কার্যবিবরনীতে উল্লেখ করা হয়েছে , চলতি বছর চীনের অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্য শতকরা ৮ ভাগে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে, আগামী পাঁচ বছরে চীনের গড়ে বার্ষিকঅর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্য ৭. ৫ শতাংশ নিধার্রিত হয়েছে। নতুন গ্রামাঞ্চল গড়ে তোলা এবং জনসাধারণের মৌলিক স্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের পদ্ধতি সরকারের কার্যবিবরনীতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রধান মন্ত্রী উয়েন চিয়া পাও প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, চীন সরকার গ্রামাঞ্চলে অবকাঠামোর পুঁজিবিনিয়োগ বাড়িয়ে দেবে। তা ছাড়া, গ্রামাঞ্চলে স্কুলেরর শিক্ষা ও বিবিধ ফি সম্পূর্ণভাবে মওকুফ করা হবে। এ সম্বন্ধে বিস্তারিত খবর শুনতে পারবেন আজকের প্রধান প্রতিবেদন থেকে।

চীন দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করবে

চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও ৫ মার্চ পেইচিংএ বলেছেন, চীন দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করবে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চম নীতির ভিত্তিতে সার্বিক পররাষ্ট্র নীতি জোরদার করবে। তিনি বলেছেন, আন্তর্জাতিক বিষয়াদিতে চীন গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত, সম্প্রীতিমূলক ও পরষ্পরের উপর আস্থাবান থাকা , সমতা ও উপকারিতামূলক , উন্মুক্ত আর সংযমি নীতি অনুসরণ করে সক্রিয়ভাবে আন্তর্জাতিক শৃংখলার উন্নয়ন তরান্বিত করবে। এর সঙ্গে সঙ্গে চীন উন্নয়নমুখী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা সুসংবদ্ধ আর জোরদার করবে, প্রতিবেশীর প্রতি সদিচ্ছা, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বের পররাষ্ট্র নীতি অনুসরণ করবে, শিল্পোন্ন দেশগুলোর সঙ্গেঅভিন্ন স্বার্থ সম্প্রসারিত করবে এবং মতভেদ সঠিকভাবে মোকাবেলা করবে, সক্রিয়ভাবে বহুমুখী পররাষ্ট্রনীতি চালু করবে এবং বৈদেশিক সংস্কৃতির আদান-প্রদান সম্প্রসারিত আরো গভীররত করবে।

চীনের গণ কংগ্রেস বহু দেশ ও অঞ্চলের সংসদের সঙ্গে নিয়মিত আদান-প্রদান ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে

চীনের গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলন ৫ মার্চ পেইচিংয়ে শুরু হবে। এবারকার সম্মেলনের তথ্য মূখপাত্র চিয়াং এনচু ৪ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীনের গণ কংগ্রেসের অধিবেশন বহু দেশের ও অঞ্চলের সংসদের সঙ্গে নিয়মিত আদান-প্রদান ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেছেন, বর্তমানে চীনের গণ কংগ্রেসের অধিবেশন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানী, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জাপান, ক্যানাডা ও ইউরোপের সংসদের সঙ্গে নিয়মিত আদান-প্রদান ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এ ধরনের ব্যবস্থা নিয়মিত সংলাপ চালানোর জন্যে একটি স্থায়ী ও বাস্তব প্ল্যাটফর্ম তৈরি করেছে।

তিনি বলেছেন, বিদেশী সংসদের আদান-প্রদান জোরদার করা, পারস্পরিক সমঝোতা বাড়ানো, দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো, মুদৃট ও উন্নয়ন করার অনুকূল। চীনের গণ কংগ্রেসের অধিবেশন উন্নয়নমুখী দেশগুলোর সংসদের সঙ্গে নিয়মিত আদান-প্রদান ব্যবস্থা প্রতিষ্ঠা নিয়ে আলাপ-পরামর্শ করছে।

রাশিয়া-চীন নতুন ধরনের সম্পর্ক স্থাপিত

রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরোভ সম্প্রতি মস্কোয় সি আর আই , পিপলস ডেইলী পত্রিকা ও সিনহুয়া সংবাদ সংস্থা ইত্যাদি চীনা তথ্য মাধ্যমকে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন , রাশিয়া ও চীন সার্বিকভাবে নতুন ধরনের সম্পর্ক স্থাপন করেছে । দু'দেশ পরস্পরের নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য কৌশলগত অংশিদার হয়েছে । দু'পক্ষ যে কোনো সমস্যা নিয়ে সংলাপ করতে ইচ্ছুক ।

লাভরোভ বলেছেন , দু'পক্ষ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এবং সার্বিকভাবে সীমান্ত সমস্যা সমাধান করেছে । দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক সমস্যা নিয়ে দু'দেশের উচ্চ পর্যায়ে সংলাপ অব্যাহত রেখেছে । অর্থ-বাণিজ্য , শক্তি সম্পদ , সামরিক ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা উন্নত হয়েছে । তিনি মনে করেন , চলতি এবং আগামী বছরে রাশিয়া ও চীন পরস্পরের দেশে "রাষ্ট্রীয় বর্ষ" পালন করলে দু'দেশের জনগণের সমঝোতা ও মৈত্রী বাড়বে ।

লাভরোভ আরও বলেছেন , চীন নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে , রাশিয়া আন্তর্জাতিক সমস্যায় দু'দেশের সহযোগিতার ওপর অত্যন্ত গুরুত্ব দেয় ।

চীনের প্রথম লিঙ্গ-সমতা ও নারী উন্নয়ন সংক্রান্ত সবুজপত্র প্রকাশ

১ মার্চ চীন তার প্রথম লিঙ্গ-সমতা ও নারী উন্নয়ন সংক্রান্ত সবুজপত্র প্রকাশ করেছে ।

সবুজপত্রে গত দশ বছরে লিঙ্গ-সমতা ও নারী উন্নয়নের ক্ষেত্রে চীনের অগ্রগতির সারসংকলন করা হয় । সবুজপত্রে বলা হয়েছে , বর্তমান চীনে লিঙ্গ-সমতা ও নারী উন্নয়নের জাতীয় কাঠামো অনবরত উন্নত হচ্ছে । সরকার নীতি প্রণয়ন ও কার্যকরীকরণের প্রক্রিয়ায় লিঙ্গ-সমতার ওপর অধিকতর গুরুত্ব দিচ্ছে ।

তবে সবুজপত্রে আরো বলা হয়েছে , চীনের যৌণ-সমতা ও নারী উন্নয়ন এখনো কতিপয় উপাদানের কারণে বাধাগ্রস্ত হচ্ছে । যেমন কিছু কিছু অঞ্চলে লিঙ্গ-অসমতার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ বিরাজ করছে ।

পাক-ভারত সম্পর্কে মার্কিন পক্ষের ভূমিকাকে চীন স্বাগত জানায়

চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৮ ফেব্রুয়ারী পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন , পাক-ভারত সম্পর্কে যুক্তরাষ্ট্র সহ দেশগুলোর ইতিবাচক ভূমিকাকে চীন স্বাগত জানায় ।

লিউ চিয়েনছাও বলেছেন , মার্কিন প্রেসিডেন্ট বুশ ভারত ও পাকিস্তান সফর করবেন । যুক্তরাষ্ট্র যে ভারত ও পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক বন্ধুসুলভ সম্পর্ক বিকাশ করে তাকে চীন স্বাগত জানায় এবং আশা করে যে , এ ধরণের দ্বিপাক্ষিক সম্পর্ক এশিয়ার শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক হবে ।

লিউ চিয়েনছাও আরও বলেছেন , ভারত ও পাকিস্তান দুই-ই চীনের গুরুত্বপূর্ণ বন্ধু প্রতিবেশীরাষ্ট্র । চীন লক্ষ্য করেছে যে , পাক-ভারত সম্পর্ক অনবরতভাবে উন্নতি ও বিকাশ লাভ করছে । দুদেশের মধ্যে কিছু অমীমাংসিত সমস্যা থাকলেও চীন আশা করে , এই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রবনতা বজায় থাকবে ।

চীনের চিত্তাকর্ষক এক্রোবেটিক্স পরিবেশনা ঢাকায় সমাদৃত

বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির আমন্ত্রণে চীনের ইউনান প্রদেশের এক্রোবেটিক্স দল ৩ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে প্রথম অনুষ্ঠান পরিবেশন করেছে । এক্রোবেটিক্স শিল্পীদের বৈশিষ্ট্যময় পরিবেশনা থিয়েটারের সাত শ'রও বেশী দর্শকের আন্তরিক সমাদর পেয়েছে।

বাংলাদেশের স্থানীয় সরকার , সহযোগিতা ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী মান্নান ভূঁইয়া উদ্বোধনীঅনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেছেন , বাংলাদেশ ও চীনের মৈত্রী চিরস্থায়ী হবে । তিনি আশা প্রকাশ করে বলেছেন ইউনান প্রাদেশিক এক্রোবেটিক্স দলের বাংলাদেশ সফর ও সাংস্কৃতিক পরিবেশনা দু দেশের সাংস্কৃতিক আদান-প্রদান তরান্বিত করবে ।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছাই সি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , ইউনান প্রদেশের এক্রোবেটিক্স দলের অনুষ্ঠান দেখে বাংলাদেশের বন্ধুরা চীনের এক্রোবেটিক্স শিল্প সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন । এই শিল্পী দলের বাংলাদেশ সফর চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক আদান-প্রদানে এক নতুন অধ্যায় সংযোজন করেছে ।

বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি ও বাংলাদেশে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে ইউনান প্রদেশের এক্রোবেটিক্স দল বাংলাদেশ সফর করছে । বাংলাদেশে এই দল পাঁচটি এক্রোবেটিক্সঅনুষ্ঠান পরিবেশন করবে ।

বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫জন নিহত

বাংলাদেশের তথ্য মাধ্যম থেকে জানা গেছে, দক্ষিণ বাংলাদেশের বাগেরহাট জেলায় ৪ মার্চ ঘূর্ণিঝড়ে ৫০জনেরও বেশী লোক হতাহত হয়েছে।

এ ঘূর্ণিঝড়ে পাঁচ জন নিহত এবং ৫০জন আহত হওয়া ছাড়াও পাঁচ শোরও বেশী বাড়িঘর আর শতশত গাছপালা ধ্বংস হয়েছে।

খবরে প্রকাশ, আহত লোকদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারত-মার্কিন বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

২ মার্চ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঘোষণা করেছেন যে , গত জুলাই মাসে স্বাক্ষরিত ভারত-মার্কিন বেসামরিক পরমাণু প্রযুক্তি সহযোগিতা চুক্তির বাস্তবায়ন সমস্যায় দু'দেশ একমত হয়েছে ।

সেদিন সফররত মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে আয়োজিত একটি যৌথ সংবাদ সম্মেলনে সিং বলেছেন , বেসামরিক পরমাণু প্রযুক্তি সহযোগিতা চুক্তির বাস্তবায়নে দু'দেশের মধ্যে সন্তোষজনক ঐক্যমত হয়েছে । ভারত সাফল্যের সঙ্গে সামরিক ও বেসামরিক সরঞ্জামের পৃথক পরিকল্পনা সম্পন্ন করেছে । এখন মার্কিন কংগ্রেস ও পরমাণু সরবরাহকারী দেশ গ্রুপকে সংশ্লিষ্ট আইন সংশোধনের জন্যে অপেক্ষা করতে হবে ।

বুশ বলেছেন , তাঁর এবারকার ভারত সফর ঐতিহাসিক এবং খুব সাফল্যজনক । তিনি বলেছেন , দু'দেশের বেসামরিক পরমাণু সহযোগিতা দু'দেশের যৌথ স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ । তিনি আশা করেন মার্কিন কংগ্রেসের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে আইন সংশোধন করে এই চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করতে পারবেন ।

ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্যিক ও বৈজ্ঞানিক সহযোগিতা আরো জোরদার করবে

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মার্কিন প্রেসিডেন্ট বুশ ২ মার্চ একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য, কৃষি, শক্তি সম্পদ ও বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা আরো জোরদার করবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে , দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য আগামী তিন বছরে তিন গুণ বাড়ানো হবে বলে দু'পক্ষের অভিন্ন আশা। একটি ভারত-মার্কিন বাণিজ্য ফোরাম স্থাপন করে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ ক্ষেত্রের বাধা কমিয়ে দেয়ার বিষয়েও আলোচনা হবে। কৃষি ও বিজ্ঞান ক্ষেত্রে দু'পক্ষ অব্যাহতভাবে সহযোগিতা চালিয়ে দু'দেশের কৃষি পণ্য বাণিজ্য তরান্বিত করবে এবং মাংস ও দুধ ইত্যাদি দ্রব্যের আমদানি রপ্তানি নিয়ম নিয়ে আলোচনা করবে। দু'পক্ষ একটি দ্বিপাক্ষিক বিজ্ঞান কমিটি স্থাপন করার প্রস্তাব দিয়েছে, যাতে দু'দেশের বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রের সহযোগিতা আরো জোরদার করা যায়।

রাশিয়া-হামাস বৈঠকের ফলা ফল সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রশংসা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ ৩ মার্চ সফররত হামাসের প্রতিনিধি দলের নেতা খালেদ মাশালের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রাশিয়া হামাসকে ইসরাইলের অবস্থান স্বীকার করার তাগিদ দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশংসা করেছে।

সের্গেই লাভরোভ বৈঠকের পর বলেছেন, বৈঠকে তিনি খালেদ মাশালের কাছে মধ্য-প্রাচ্যের সমস্যা সংশ্লিষ্ট চার পক্ষের অবস্থান জানিয়েছেন যে, হামাসের উচিত ইসরাইলকে স্বীকার করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সম্পাদিত চুক্তি গ্রহণ করা। কিন্তু তিনি বলেছেন, মধ্য-প্রাচ্যের সমস্যা সংশ্লিষ্ট অন্য তিন পক্ষের উচিত হামাসের সবগুলো প্রস্তাব বিবেচনা করা।

খালেদ মাশাল বলেছেন, যদি ইসরাইল ১৯৬৭ সালের মধ্য-প্রাচ্য যুদ্ধের সীমারেখায় ফিরে যায়, ফিলিস্তিনী শরনাথীদের মাতৃভমিতে ফিরে আসায় সম্মত হয়, পৃথকীকরণ দেয়ল ধ্বংস করে ও সব বন্দীদেরকে মুক্তি দেয়, তাহলে হামাস ধাপে ধাপে ফিলিস্তিন-ইসরাইল শান্তি বাস্তবায়ন করবে।

চীন থেকে তাইওয়ানকে বিছিন্ন করার যে কোন অপচেষ্টা বিফল হবে

চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশন ৫ মার্চ পেইচিংএ শুরু হবে। এবারকার অধিবেশনের তথ্য মুখপাত্র চিয়াং এন জু ৪ মার্চ পেইচিংএ বলেছেন, মাতৃভূমির মূল ভূভাগ কোন মতেই চীন থেকে তাইওয়ানকে বিছিন্ন করার অনুমোদন দেবে না। চীন থেকে তাইওয়ানকে বিছিন্ন করার জন্যে স্বাধীন তাইওয়ান প্রয়াসীদের যে কোন উদ্দেশ্য আর যে কোন পদ্ধতি অবশ্যই বিফল হবে। মুখপাত্র বলেছেন, তাইওয়ান কর্তৃপক্ষের নেতা তাইওয়ান দ্বীপ আর দ্বীপের বাইরের তীব্র বিরোধিতা উপেক্ষা করে একগুঁয়েভাবে 'দেশের এককায়ন সমিতির' কাজকর্ম এবং 'দেশের এককায়ন কর্মসূচির অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার এই আচরণ 'স্বাধীন তাইওয়ান প্রয়াসির' পথে এগিয়ে যাওয়া একটি ঝুঁকিপূর্ণ ধাপ এবং 'এক চীনের ' মৌলিক নীতি এবং তাইওয়ানের শান্তি ও স্থিতিশীলতার প্রতি একটি সাংঘতিক প্ররোচনা। তার এই আচরণ নিশ্চয়ই তাইওয়ান প্রণালীর দু'পাশের স্বদেশীয়দের তীব্র বিরোধিতা আর বিশ্ব সমাজের কঠোর নিন্দার শিকার হতেই হবে।

মুখপাত্র আরো বলেছেন, ' স্বাধীন তাইওয়ান বিছিন্নতাবাদী আর তাদের তত্পরতার বিরোধিতা করা, তাইওয়ান প্রণালীর দু'পাশের শান্তি আর স্থিতিশীলতা রক্ষার করা এবং দেশের সাবর্ভোমত্ব আর ভূভাগীয় অখন্ডতা রক্ষা করা মাতৃভূমির মূল ভূভাগের অবিচল মনোবল আর দৃঢ়সংকল্প। তাইওয়ান প্রণালীর দু'পাশের সম্পর্কের শান্তিপূর্ণ বিকাশ রক্ষা আর তরান্বিত করার জন্যে মাতৃভূমির মূল ভূভাগ অব্যাহতভাবে যথাসাধ্য প্রচেষ্টা চালাবে।