বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ৬ মার্চ ভোরে দু'টি গাড়ির মধ্যে মুখোমুখী সংঘর্ষ ঘটেছে। এতে কমপক্ষে ১৭ জন নিহত এবং অন্য শতাধিক জন আহত হয়েছেন।
স্থানীয় টিভি কেন্দ্রের সূত্রে প্রকাশ, একইদিন ভোরে দু'টি দূরপাল্লার গাড়ির মধ্যে রাজধানী ঢাকার ২৩০ কিলোমিটারের উত্তর-পশ্চিম দিকের সড়কে মুখোমুখী যাওয়ার সময়ে ধাক্কা লেগেছে। তদন্ত থেকে জানা গেছে, এর মধ্যে একটি গাড়ির সামনের হেড লাইট দুর্ঘটনা ঘটার আগে কিছু গোলযোগ দেখা দেয় বলে স্বাভাবিকভাবে কাজ করতে পারে নি। একে দুর্ঘটনার একটি কারণ বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় পুলিশ পক্ষ বলেছে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায় নি। আহতদের চিকিত্সার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ২০ জনের অবস্থা গুরুতর।
|