৫ মার্চ পোল্যান্ডের পত্রপত্রিকার খবরে বলা হয়েছে , পোল্যান্ডের পশু চিকিত্সা বিভাগ স্বীকার করেছে যে দু দিন আগে উত্তর পোল্যান্ডের টোরুন শহরে একটি মরা রাজহাঁসে বার্ডফ্লুরএইচ ৫ এন ১ ভাইরাস সনাক্ত হয়েছে । পোল্যান্ডে এই প্রথম বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে ।
রাজধানী ওয়ারশ'র টেলিভিশন কেন্দ্রের খবরে বলা হয়েছে , মরা রাজহাঁসের চার পাশের তিন কিলোমিটার অঞ্চলকে বিপদজনক অঞ্চল হিসেবে নির্ধারণ করা হয়েছে ।
গত কয়েক দিন ধরে পোল্যান্ডের প্রতিবেশী দেশ জার্মানী ও স্লোভাকিয়ায় বার্ড ফ্লুর ভাইরাস সনাক্ত হয়েছে , কাজেই পোল্যান্ড সীমান্ত অঞ্চলে কড়া নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের ব্যবস্থা নিয়েছে ।
|