জাতিসংঘের ৬০তম সাধারণ পরিষদের চেয়ারম্যান জেন এলিয়াসোন ৪ মার্চ সুইজারল্যান্ডের ' লা টেম্পস 'পত্রিকার সংবাদদাতাকে বলেছেন , তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেশ করা মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠা সংক্রান্ত খসড়া প্রস্তাব আবার আলোচনার প্রস্তাবের বিরোধিতা করেন । তিনি আরো বলেছেন , যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুসারে এই খসড়া প্রস্তাব সংশোধন করলে এই খসড়া প্রস্তাব সম্পর্কে বিভিন্ন দেশের আরো বেশী ভিন্নমত দেখা দেবে । যুক্তরাষ্ট্রকে এ কথা বুঝতে হবে যে , তাদের আপত্তি এ ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের সব প্রচেষ্টা বিফল করবে ।
গত মাসের ২৩ তারিখ এলিয়াসোন জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠা সংক্রান্ত খসড়া প্রস্তাবের নতুন লিপি দাখিল করেছেন এবং বেশীর ভাগ সদস্য দেশের সমর্থন পেয়েছেন । জাতি সংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি জন বোল্টন বলেছেন , মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠার সমস্যা নিয়ে আবার আলোচনার পক্ষপাতী , নইলে বর্তমান খসড়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেবে ।
|