সাম্প্রতিক দিনগুলোতে জাতি সংঘের কর্মকর্তারা, সাংহাই সহযোগিতা সংস্থার মহা সচিব এবং কয়েকটি দেশের সরকার ভাষণ আর বিবৃতি প্রকাশ করে এক চীনের মৌলিক নীতি আবার ঘোষণা করেছেন। এ সব ভাষণ আর বিবৃতিতে ছেন সুই পিয়েনের ' দেশের একায়ন সমিতির কাজকর্ম এবং দেশের একায়ন কর্মসূচির অবসান ঘটানোর আচরণের সমালোচনা করা হয়েছে। জাতি সংঘ উপ মহা সচিব , জাতি সংঘের মানব জাতির বসতি কার্যক্রমের নিবার্হী চেয়াম্যান টিবাইজুকা ৩ মার্চ বলেছেন, মানব জাতির বসতি কার্যক্রম সব সময় এক চীন নীতি মেনে চলে করে এসেছে। তাইওয়ান কতৃর্পক্ষের এই আচরণ গোটা চীনা জনগণের মৌলিক স্বার্থের পরিপন্থ। তা আঞ্চলিক শান্তি আর স্থিতিশীলতার জন্যে কল্যাণকর নয়।
সাংহাই সহযোগিতা সংস্থার মহা সচিব জেন ডে গুয়াং ৪ মার্চ একটি বিবৃতিতে বলেছেন, এই সংস্থা এক চীন নীতিতে অবিচল ।
তা ছাড়া, জিমবাবুওয়ে প্রভৃতি আফ্রিকান দেশগুলো, পাকিস্তান প্রভৃতি এশীয়া দেশগুলো এবং ইউরোপীয় দেশগুলো বিভিন্ন পদ্ধতিতে ছেন সুই পিয়েনের বিছিন্নতা তত্পরতার নিন্দা করেছে এবং এক চীন নীতিতে অবিচল থাকার কথা আবার ঘোষণা করেছে।
|