তাইওয়ান কতৃর্পক্ষের নেতা ছেন সুই পিয়েন ' দেশের এককায়ন সমিতির কাজকর্ম' এবং ' দেশের এককায়ন কর্মসূচির ' অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে গত কয়েক দিন ধরে প্রবাসী চীনারা ভাষণ বা প্রবন্ধ প্রকাশ করে এই সিদ্ধান্তের নিন্দা করেছেন।
৩ মার্চ জার্মানীতে চীনের দূতাবাসে আয়োজিত একটি আলোচনা সভায় জার্মানীতে প্রবাসী চীনা এবং অধ্যয়নরত চীনা ছাত্র-ছাত্রীরা ছেন সুই পিয়েনের এই সিদ্ধান্তের নিন্দা করেছেন। এর সঙ্গে সঙ্গে তারা স্থানীয় প্রবাসী চীনাদের উদ্দেশ্যে দেশের উন্নতি আর একায়ন ব্রতের দিকে মনোযোগ দেওয়া এবং এবং এই ব্রত সমর্থন করার আহ্বান জানিয়েছেন।
ফ্রান্স-চীন শান্তি একায়ন উন্নয়ন সমিতি প্রভৃতি প্রবাসী চীনা গোষ্ঠীছেন সুই পিয়েনের স্বাধীন তাইওয়ান প্রয়াসী তত্পরতার তীব্র নিন্দা করেছেন।
এর সঙ্গে সঙ্গে থাইল্যান্ড, মালয়েশিয়া, ক্যাম্পুচিয়া, জিমবাবুওয়ে , প্রভৃতি দেশের প্রবাসী চীনারাও পর পর বিবৃতি প্রকাশ করে তাইওয়ান কতৃর্পক্ষের নেতা ছেন সুই পিয়েনের জঘন্য তত্পরতার নিন্দা করেছেন।
|