|
 |
(GMT+08:00)
2006-03-04 19:51:37
|
জাতিসংঘের কাছে উত্তর কোরিয়ার দাবি
cri
সম্প্রতি জাতি সংঘে উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি পাক কিল-ইয়ো জাতি সংঘ মহা সচিবের কাছে একটি চিঠিতে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ' জাতি সংঘ বাহিনীর সদর দফতর' ভেংগে দেওয়ার দাবি জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, বিশেষ সময়পর্বে যুক্তরাষ্ট্র জাতি সংঘের নামের অপব্যবহার করে 'জাতি সংঘ বাহিনীর সদর দফতর' প্রতিষ্ঠা করে। এটা যেমন কোরীয়া উপ-দ্বীপ সমস্যার নিষ্পত্তিতে বাধা সৃষ্টি করে তেমনি জাতি সংঘের মযার্দা হানি করে। তিনি বলেছেন, ১৯৭৫ সালে জাতি সংঘের ৩০তম অধিবেশনে নিধার্রিত হয় যে এই সদর দফতর বজায় রাখার আর প্রয়োজন নেই । গৃহীত একটি প্রস্তাবে তাকে ভেংগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে এই সংস্থা এখনও আছে। এতে কোরিয়া উপ-দ্বীপ আর পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য বজায় রাখার অপচেষ্টা পুরোপুরি প্রকাশিত হয়েছে।
|
|
|