ইরাকে গত ২৪ ঘন্টার মধ্যে সংঘটিত একটানা হামলার ঘটনায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন।
ইরাকের পুলিশ পক্ষ বলেছে, ৩ মার্চ রাতে বাগদাদের কাছাকাছি নাহরাভান নগরে এক দল অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তি একটি ইট কারখানার উপর হামলা করেছে। এতে মোট ২৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ হচ্ছেন ইট কারখানার শ্রমিক। বর্তমানে পুলিশ পক্ষ অধিকাংশ নিহতের মৃতদেহ খুঁজে বের করেছে।
৪ মার্চে বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বাস স্টেশনে বিস্ফোরণ ঘটেছে, এতে ৭ জন নিহত এবং অন্য ২০ জন আহত হয়েছেন। কাছাকাছি বাসগুলোও বিধ্বস্ত হয়েছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি চেক-পয়েন্টের কাছাকাছি একইদিন গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে, এতে ২ জন নিরীহ নাগরিক নিহত এবং অন্য ৩ জন পুলিশ আহত হয়েছেন।
|