বৃটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ৩ মার্চ ইরাকে বাহিনী পাঠানোর জন্য ধর্মকে ব্যবহার করে সাফাই গেয়েছেন। ইরাকে নিহত বৃটিশ সৈন্যদের আত্নীয়স্বজন ও বিরোধী পার্টি-এর তীব্র নিন্দা করেছেন।
ব্লেয়ার একইদিন বৃটিশ স্বাধীনতা টিভি কেন্দ্রের অনুষ্ঠানে বলেছেন, ঈশ্বর ইরাক যুদ্ধ সম্পর্কে সর্বশেষ মূল্যায়ন করবেন। তিনি বলেছেন, তিনি নিজের হৃদয় থেকে খৃষ্ট ধর্ম পূজারি হিসেবে ইরাকে বাহিনী পাঠিয়েছেন।
ইরাকে নিহত একজন সৈন্যর মা বলেছেন, তিনি ব্লেয়ারের উপরোক্ত কথাকে আন্তরিকভাবে অতিশয় ঘৃণা করেন। বিরোধী পার্টি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্য ইভান হ্যারিস বলেছেন, বৃটিশ রাজনৈতিক ব্যবস্থাপনায় দায়িত্বশীল গণ নির্বাচিত রাজনীতিবিদদের নির্ধারিত সিদ্ধান্তের উপর নির্ভর করা হয়, ঈশ্বরের ওপর নয়। তিনি মনে করেন, ব্লেয়ারের বক্তব্য গ্রহণযোগ্য নয়।
|