চীন ও বেলজিয়াম সরকারের যৌথ উদ্যোগে চীনের সিনচিয়াং স্বায়তশাসিত অঞ্চলের তালিমু নদীর জলসম্পদের গবেষণা প্রকল্প সম্প্রতি সিনচিয়াংয়ের কুরলে শহরে শুরু হয়েছে ।
জানা গেছে এই গবেষণা প্রকল্পে মোট তিন লাখ ইউরো অর্থবিনিয়োগ করা হবে । দু দেশের বিজ্ঞানী ও প্রকৌশলীরা উন্নত দূর অনুসন্ধানী প্রকৌশল ব্যবহার করে বৃষ্টি , নদীর স্রোত আর ভূগর্ভের পানি ইত্যাদি বিষয় গবেষণা করবেন । গবেষণা কাজ আগামী বছরের শেষ দিক পর্যন্তস্থায়ী হবে ।
উত্তর- পশ্চিম চীনের সিনচিয়াংয়ের দক্ষিণাংশে অবস্থিত তালিমু নদীর মোট দৈর্ঘ্য এক হাজার তিন শ' ২১ কিলোমিটার , এই নদীর অববহিকা অঞ্চলের মোট আয়তন দশ লাখ বর্গকিলোমিটার , তালিমু নদী চীনের সবচেয়ে বড় স্থলভাগে সীমাবদ্ধ নদী । গত শতাব্দীর ষাটের দশক থেকে প্রচুর জলপ্রকল্প চালানোর দরুন তালিমু নদী বরাবর অঞ্চলের পরিবেশের দ্রুত অবনতি ঘটে ।
|