v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-03 15:52:31    
৫ মার্চ

cri
** স্তালিনের মৃত্যু

    ১৯৫৩ সালের ৫ মার্চ প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি ও আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলন ও শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতা, মহান মার্কসবাদী ও লেনিনবাদী স্তালিন মারা যান।

** চীনের কুয়াংশি জুয়ান জাতির স্বায়ত্ত্বশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত

    ১৯৫৮ সালের ৫ মার্চ চীনের কুয়াংশি জুয়ান জাতি স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের প্রথম গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে কুয়াংশি জুয়ান জাতির স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়।

    চীনের সংখ্যালঘু জাতিগুলোর মধ্যে জুয়ান জাতি এমন একটি জাতি যার লোকসংখ্যা সবচাইতে বেশি। তারা প্রধানত চীনের দক্ষিণাংশের কুয়াংশি জুয়ান জাতির স্বায়ত্ত্ব-শাসিত অঞ্চলে থাকেন। তাদের ব্যবহৃত ভাষা 'জুয়ান ভাষা' হান-তিব্বত ভাষা ব্যবস্থার অন্তর্ভুক্ত। জুয়ান জাতি দক্ষিণ চীনের একটি স্থানীয় উপজাতি, তার সুদীর্ঘকালের ইতিহাস আছে। দশ হাজার বছর আগেই জুয়ান জাতির পূর্বপুরুষরা দক্ষিণ চীনে বসবাস করতে শুরু করেন। ১৯৫৮ সালে কুয়াংশি জুয়ান জাতি স্বায়ত্ত্ব শাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়। জুয়ান জাতির লোকেরা প্রধানত কৃষিকাজে নিয়োজিত থাকে। ধান আর ভুট্রা তাদের উত্পাদিত প্রধান খাদ্যশস্য। জুয়ান জাতি গান গাইতে পছন্দ করে। জুয়ান জাতি অধ্যুচিত গ্রামগুলো 'গানের সাগর' বলে পরিচিত হয়। জুয়ান জাতির মনোরম রেশমী কাপড় জুয়ান জাতির ঐতিহ্যিক হস্তশিল্পজাত দ্রব্য।

** চৌ এনলাইয়ের জন্ম

    চৌ এনলাইয়ের আরেক নাম ছিলো সিয়াং ইউ। আরো ফেই ফেই , উ হাও, শাও শান, কুয়ানশেং তাঁর ি নাম ছিলো। তিনি চীনের জে চিয়াং প্রদেশের শাও সিং শহরের অধিবাসী ছিলেন । ১৮৯৮ সালের ৫ মার্চ মাসে চীনের চিয়াংসু প্রদেশের হুয়াই আন জেলায় তাঁর জন্ম হয়। ১৯১৩ সালে তিনি থিয়ানচিনের নানখাই মাধ্যমিক স্কুলে লেখাপড়া করেন। ১৯১৭ সালে লেখাপড়া করেন জাপানে যান । ১৯২২ সালে তিনি চীনা কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর পর পর সরকারের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইসচেয়ারম্যান , চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম জাতীয় কমিটির ভাইসচেয়ারম্যান, দ্বিতীয় ও তৃতীয় জাতীয় কমিটির চেয়ারম্যান ছিলেন।

    চৌ এনলাই ছিলেন মহান সবর্হারা বিপ্লবী কর্মনায়ক,রাজনীতিবিদ,সমরবিদ আর কূটনীতিবিদ, চীনা কমিউনিষ্ট পার্টির আর চীন গণ প্রজাতন্ত্রের অন্যতম প্রধান নেতা এবং চীনা গন মুক্তি ফৌজের অন্যতম প্রতিষ্ঠাতা ।

    চৌ এনলাই চীনের বহু গুরুত্বপূর্ণপররাষ্ট্রনীতি প্রণয়নে অংশ নিয়েছেন এবং তা কাযর্করী করেছেন । ১৯৫৪ সালে তিনি জেনিভা সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে ইন্দোচীন সমস্যার সমাধান করা হয়েছে, যার ফলে ভিয়েতনাম (দক্ষিণ ভিয়েতনাম ছাড়া ), লাওস, কাম্পুচিয়া এই তিনটি দেশের স্বাধীনতা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে । তিনি চীনের পক্ষ থেকে রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের মানদন্ড হিসেবে শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি উত্থাপন করেন । ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় আফ্রো-এশিয়ার ২৯টি দেশের বান্দোং সম্মেলনে তিনি শান্তিপূর্ণ সহাবস্থান করা , উপনিবেশবাদের বিরোধিতা করা , ভিন্ন মত পাশে রেখে অভিন্ন মত অর্জন করা আর আলাপ-পরামর্শ করার প্রস্তাব উত্থাপন করেন । তিনি পরপর ইউরোপ, এশিয়া আর আফ্রিকার বহু দেশ সফর করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নেতা আর বন্ধুদের অভ্যর্থনা জানিয়ে চীনা জনগণ আর বিশ্ব জনগনের বন্ধুত্ব আরো জোরদার করেছেন ।