সম্প্রতি চীনের হাইনান দ্বীপের হাইকো এবং সানইয়া আন্তর্জাতিক বিমান বন্দরে হংকং, দক্ষিণ কোরিয়া এবং জাপান প্রভৃতি দেশ আর অঞ্চলের পযর্টকদের দেখতে পাওয়া যায়। তারা সবাই গল্ফ পোষাক পরে গল্ফ সরঞ্জামেপূর্ণ বিরাটাকারের ভ্রমণ ব্যাগ টেনে বিমান বন্দর থেকে সরাসরি হাইনানের বিভিন্ন বড় বড় গল্ফ অবকাশ হোটেলে যান। এ কথা বলা যায় যে , গল্ফ খেলা অনেক বিদেশী পযর্টকের হাইনান দ্বীপে ভ্রমণের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে।
চীনে গল্ফ ক্রীড়া একটু দেরীতে শুরু হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ক্রীড়ার দ্রুত উন্নতি হয়েছে। বতর্মানে চীনের অভ্যন্তরীণ গল্ফ মাঠের সংখ্যা প্রায় ২০০-তে হয়ে দাঁড়িয়েছে। এ সব গল্ফ মাঠ কুয়াংতোং , পেইচিং , সাংহাই আর হাইনান প্রভৃতি জায়গায় ছড়িয়ে আছে।
ডিসেম্বর মাসের শেষ দিকের পর উত্তর চীনের অনেক জায়গা বরফ আর তুষারের জগতে পরিণত হয়। এমন কি দক্ষিণ-পূর্বাঞ্চলের বিখ্যাত ' বসন্ত নগর' খুনমিং শহরেও তাপ মাত্রা ৭ থেকে ৮ ডিগ্রির কাছাকাছি। কিন্তু দক্ষিণাংশের হাইনান দ্বীপে গড়পড়তা তাপমাত্রা ২০ ডিগ্রির উপর বজায় থাকে।পযর্টকদের মধ্যে যারা গল্ফ খেলতে পছন্দ করেন তাদের পক্ষে এই সময় হল হাইনান দ্বীপে গল্ফ খেলার সোনালী মৌসুম।এ প্রসঙ্গে চীনের আন্তর্জাতিক পযর্টন সংস্থার গল্ফ পযর্টন ইভেন্ট বিষয়ক দায়িত্বশীল কমর্কমর্তা শি জি হং ব্যাখ্যা করে বলেছেন,
হাইনান একটি অপেক্ষাকৃত ছোট জায়গা। বতর্মানে এখানে ২১টি গল্ফ মাঠ আছে। এখানে সারা বছরের তাপ মাত্রা ২০ ডিগ্রির উপরে থাকে। সুতরাং এখানে গল্ফ খেললে ঠান্ডা লাগে না। গল্ফ অনুরাগীরা সাধারণত বিমানে চড়ে হাইনানের হাইখো অথবা সানইয়া শহরে গল্ফ খেলতে আসেন। হাইখোর চার পাশে এখন ১৪ -১৫টি গল্ফ মাঠ আছে। সানইয়া শহরের চার পাশে ৫-৬টি গল্ফ মাঠ আছে। সারা বছর হাইনানের গল্ফ মাঠের টিকিটের দাম অপরির্বতিত থাকে। এমন কি ছুটির দিনেও কোনো বিশেষ দাম নেই।
মিস্টার শির ব্যাখ্যা শোনার পর আপনারা কি ওখানে গল্ফ খেলার জন্য উসখুস করছেন।তাহলে চলুন আমরা এক সঙ্গে হাইখোর গল্ফ ভ্রমণ শুরু করি।
চীনের মূল ভূভাগের দক্ষিণ প্রান্তে অবস্থিত হাইনান দ্বীপের আয়তন প্রায় ৩৪ হাজার বর্গকিলোমিটার। তাইওয়ান দ্বীপের পর তার স্থান দ্বিতীয়। হাইখো হাইনান প্রদেশের রাজধানী। পোতাশ্রয় শহর হিসেবে হাইখোর ইতিহাস হাজারাধিক বছরের। বতর্মানে এই শহর চীনের দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পযর্টন শহরগুলোর অন্যতম হয়ে দাঁড়িয়েছে।
চিনহাইআন লোডন হোটেল হাইখো শহরের সবচেয়ে পুরাতন পাঁচ তারকা শ্রেণীর হোটেল। বতর্মানে এই হোটেলে বসবাসরত পযর্টকদের মধ্যে বেশীর ভাগ হল গল্ফ অনুরাগী । এই হোটেল থেকে হাইখোর নিকটবর্তী দুটো গল্ফ মাঠে যেতে মাত্র বিশ মিনিট লাগে। এ দুটো গল্ফ মাঠের নাম মেইসি আর সিহাইআন মাঠ। এ দুটো মাঠের ব্যবস্থা অন্যান্য মাঠের চাইতে আধুনিক। যারা গল্ফ ভাল খেলেন না, তারা ওখানে চর্চা করতে পারেন। অন্যান্য মাঠে গল্ফ অনুরাগীদের সঙ্গে স্ত্রী অথবা বান্ধবীরা শুধু দশর্ক হিসেবে গল্ফ খেলা উপভোগ করতে পারেন। কিন্তু এ দুটো মাঠে তারাও এই ক্রীড়ায় সশরীরে অংশ নিতে পারেন।
অবশ্যই হাইখোর গল্ফ মাঠের পাশেও হোটেল আছে। খানলোইয়ান হোটেল এগুলোর মধ্যে অন্যতম। প্যানহাইচিন গল্ফ মাঠ ঠিক এই হোটেলের পাশে। এই মাঠের বৈশিষ্ট্য হল, মাঠে আদিম সৈকত বজায় রাখা হয়েছে। মাঠের যেখানেসেখানে পাকা আনারস আর নারকেল গাছ দেখা যায়। এই পরিবেশে থাকলে পযটর্করা খুব আরাম বোধ করেন তাদের মধ্যে অনেকেই দীর্ঘকাল ধরে হোটেলের ঘর ভাড়া করে থাকেন। তারা দিনের বেলায় গল্ফ খেলেন। রাতের বেলায় পাঁচ-ছয় জন এক সঙ্গে গল্প করেন এবং চা খান।
হাইখোর ভ্রমণ শেষ হওয়ার পর পরর্বতী ধাপ হল সানইয়া। হাইখো থেকে বিমানে সানইয়া যেতে এক ঘন্টার কাছাকাছি সময় লাগে। হাইখোর চাইতে সানইয়ার সৈকত আরও সন্দুর। গল্ফ মাঠ ব্যবহার করার ফিও একটু কম। সানইয়ার ইয়ালন উপ-সাগরের হনসাগু গল্ফ মাঠে গল্ফ না খেললে চলে না। মিষ্টার ই মন যিনি বেশ কয়েক বার এখানে গল্ফ খেলেছেন তিনি সংবাদদাতাকে বললেন:
যুক্তরাষ্ট্রের পেশাদার গল্ফ মাঠের নকশাকার এই মাঠের বলের ট্র্যাক নকশা করেছেন। আমার মনে হয় এখানকার মাঠের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল: এই মাঠ আদি ভূগোলের কাঠামোর ভিত্তিতে তৈরী করা হয়েছে। এখানে পরিবেশ শান্ত।
এই গল্ফ মাঠের আয়তন একশো হেকটর । গল্ফ মাঠ ছাড়া, সানইয়ার পাশে আরও আছে দশর্নীয়স্থান, ঝরনা অবকাশ অঞ্চল, রাষ্ট্রীয় বন পার্ক । এ সব জায়গা সত্যই দেখার মতো ।
আমাদের চূড়ান্ত ধাপ হল ছোট শহর বোআও। এই ছোট নগর হাইনান দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত। অতীতে খুব কম লোক এই ছোট শহরকে চিনতেন। সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যেক বছর এক বার করে এশীয় বোআও ফোরাম এখানে অনুষ্ঠিত হয় বলে এই ছোট শহর রাতারাতি বিখ্যাত হয়ে গেছে । এখানকার বোআও পল্লী ক্লাবও অনেকের কাছে পরিচিত হয়েছে। একজন ক্যানাডিয়ন এই গল্ফ মাঠের নকশা করেছেন। তিনি চমত্কারভাবে ১৮টি গর্ত ছোট দ্বীপে ছড়িয়ে দিয়েছেন। গাইড উ ওয়েন লি এভাবে এই মাঠের বণর্না করেছেন।
এই মাঠের ১৮টি গর্ত অন্যান্য গল্ফ মাঠের মতো স্থাপিত হয়নি। প্রথম ৯টি গর্ত দ্বীপের চার দিকে, বাকী ৯টি গর্ত দ্বীপের মাঝখানে ছড়িয়ে আছে। এই গল্ফ মাঠ ঠিক একটি প্রাকৃতিক উদ্যানের মতো।
প্রত্যেক বছর যারা বোআও ফোরামে অংশ নিতে আসেন তাদের মধ্যে অনেকেই গল্ফের অনুরাগী। ফোরামের ফাঁকে ফাঁকে তারা গল্ফ খেলেন।
|