চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ছিনকাং ২ মার্চ পেইচিংয়ে বলেছেন , চীন মনে করে , পরমাণু শক্তিতে সংশ্লিষ্টদেশের সহযোগিতা পারমানবিক অস্ত্রের বিস্তার রোধ ব্যবস্থা সম্পর্কিতআন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে ।
মার্কিনপ্রেসিডেন্ট বুশ ১ মার্চ ভারতে তাঁর তিনদিনব্যাপী রাষ্ট্রীয় সফর শুরু করেছেন । জানা গেছে , বেসামরিক ক্ষেত্রেপরমাণু সহযোগিতা বুশের এবারের ভারত সফরের এক প্রধান আলোচ্যবিষয় । বিষয়টি সম্পর্কে মন্তব্য করে ছিংকাং বলেছেন ,আন্তর্জাতিক সমাজ পরমাণু অস্ত্রেরবিস্তার রোধ সম্পর্কে আন্তর্জাতিক ব্যবস্থার মর্যাদা ও কার্যকরিতা জোরদার করেছে । চীন মনে করে , পরমাণু শক্তিতে সংশ্লিষ্ট দেশের সহযোগিতাকে এই নিয়মের সঙ্গে সঙ্গিতপূর্ণ হতে হবে ।
|