আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ ব্যুরো ১ মার্চ প্রকাশিত ২০০৫ সালের আন্তর্জাতিক মাদকের বার্ষিক রিপোর্টে বলেছে , এশিয় অঞ্চলের মাদক পরিস্থিতি খুবই গুরুতর । আফগানিস্তানের মাদক উত্পাদন অব্যাহতভাবে বেড়েছে । দক্ষিণ এশিয়ার মাদক সেবন ও চোরচালান সমস্যাও খুবই গুরুতর ।
রিপোর্টে বলা হয়েছে , যদিও আফগানিস্তান সরকার সক্রিয়ভাবে অবৈধ আফিম চাষ প্রতিরোধ করছে , তবু আফগানিস্তান বিশ্বের প্রধান আফিম উত্পাদক দেশ হিসেবে পরিচিত । ২০০৫ সালে আফগানিস্তানের আফিম উত্পাদনের পরিমাণ বিশ্বের মোট পরিমাণের ৮৭ শতাংশ । মাদকের উত্পাদন ও অপব্যবহার সমস্যা আফগানিস্তানের স্থিতিশীলতায় বাধা সৃষ্টি করেছে ।
রিপোর্টে আরও বলা হয়েছে , দক্ষিণ কোরিয়ার মাদক সেবন ও চোরচালানের সমস্যা খুবই গুরুতর । সম্প্রতি ইঞ্জেকশনের মাধ্যমে মাদক সেবনের হার দক্ষিণ কোরিয়ার কিছু দেশে এইড্স রোগীদের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ ।
|