চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২ মার্চ পেইচিংয়ে ঘোষণা করেছেন যে, চীন-জাপান পূর্ব সাগর সম্পর্কিত সংলাপ ৬ থেকে ৭ মার্চ পেইচিংয়ে আয়োজিত হবে।
তখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক হু জেং ইয়ু ও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশিনিয়া বিভাগের পরিচালক কেনিছিরো সাসাই যার যার দেশের প্রতিনিধি দল নিয়ে অংশ নেবেন। দুপক্ষ অব্যাহতভাবে পূর্ব সাগর সমস্যা নিয়ে মত বিনিময় করবে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর চীন জাপান দু'পক্ষ টোকিওতে তুংহাই সমস্যা নিয়ে তৃতীয় দফা সংলাপ চালিয়েছে। দু'পক্ষ তুং হাই'এর সীমান্ত ও শক্তিসম্পদ আবিষ্কার নিয়ে মত বিনিময় করেছে।
|