জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া পয়লা মার্চ বিকেলে মহাসচিব কোফি আনান ও ৬০তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান জেন এলিয়াসনের সঙ্গে জরুরী সংলাপ করেছেন। ওয়াং কুয়াং ইয়া তাদের কাছে ছেন সুই পিয়েন "রাষ্ট্রীয় একায়ন পরিষদ" ও "রাষ্ট্রীয় একায়ন কর্মসূচী" বাতিলের ব্যাপারে চীন সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এরপর ওয়াং কুয়াং ইয়া সংবাদ মাধ্যমকে জোর দিয়ে বলেছেন, ছেন সুই পিয়েনের এ আচরণ আন্তর্জাতিক সমাজের অনুমোদিত এক চীন নীতি লংঘন এবং তা তাইওয়ান অঞ্চলের শান্তির বিরুদ্ধে একটি কঠোর চ্যালেঞ্জ।
তিনি আরো বলেছেন, সংলাপে আনান বলেছেন, তিনি ছেন সুই পিয়েনের ভাষণ সৃষ্টি পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘ এক চীন নীতি অনুসরণ করবে এবং তিনি যথাযথ সময়ে খোলাখুলিভাবে জাতিসংঘের এই মতাধিষ্ঠান প্রকাশ করবেন। এলিয়াসন বলেছেন, তাইওয়ান সমস্যায় জাতিসংঘের মতাধিষ্ঠান স্পষ্ট।
|