২ মার্চ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঘোষণা করেছেন যে , গত জুলাই মাসে স্বাক্ষরিত ভারত-মার্কিন বেসামরিক পরমাণু প্রযুক্তি সহযোগিতা চুক্তির বাস্তবায়ন সমস্যায় দু'দেশ একমত হয়েছে ।
সেদিন সফররত মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে আয়োজিত একটি যৌথ সংবাদ সম্মেলনে সিং বলেছেন , বেসামরিক পরমাণু প্রযুক্তি সহযোগিতা চুক্তির বাস্তবায়নে দু'দেশের মধ্যে সন্তোষজনক ঐক্যমত হয়েছে । ভারত সাফল্যের সঙ্গে সামরিক ও বেসামরিক সরঞ্জামের পৃথক পরিকল্পনা সম্পন্ন করেছে । এখন মার্কিন কংগ্রেস ও পরমাণু সরবরাহকারী দেশ গ্রুপকে সংশ্লিষ্ট আইন সংশোধনের জন্যে অপেক্ষা করতে হবে ।
বুশ বলেছেন , তাঁর এবারকার ভারত সফর ঐতিহাসিক এবং খুব সাফল্যজনক । তিনি বলেছেন , দু'দেশের বেসামরিক পরমাণু সহযোগিতা দু'দেশের যৌথ স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ । তিনি আশা করেন মার্কিন কংগ্রেসের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে আইন সংশোধন করে এই চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করতে পারবেন ।
|