ইসলামী সম্মেলন সংস্থার চেয়ারম্যান , মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাভি ১ মার্চ ইরাকের বিভিন্ন দলের নেতাদের প্রতি আলোচনা করে সহিংসতা বন্ধ করা এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন ।
সেদিন প্রকাশিত একটি ইস্তাহারে বাদাভি বলেছেন , ইরাকের সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে । তিনি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশগুলোর উদ্দেশ্যে ইরাকী জনগণ এবং বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের নেতাদের প্রতি যাবতীয় গঠনমূলক ব্যবস্থা নিয়ে সংঘর্ষ বন্ধ করা , শান্তি আলোচনা করা এবং দেশের সমঝোতা প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন ।
বাদাভি সঙ্গে সঙ্গে বলেছেন , জরুরী ব্যবস্থা নিয়ে ইরাকের ভূভাগীয় অখন্ডতা ও জনগণের স্বার্থ রক্ষা করার বাধ্যবাধকতা আন্তর্জাতিক সমাজের আছে ।
|