৩ মার্চ অনুষ্ঠিতব্য চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
সম্মেলনের তথ্য বিভাগের মুখপাত্র উ চিয়েনমিন ২ মার্চ পেইচিংয়ে এতথ্য জানিয়েছেন । তিনি বলেচেন , অধিবেশন চলাকালে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দু'হাজারেরও বেশী সদস্য প্রধানত পরবর্তী ৫ বছরে চীনের উন্নয়ন কার্যক্রমের কর্মসূচী এবং আর্থ-সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং প্রস্তাব পেশ করবেন । তাছাড়া তাঁরা আমন্ত্রিত হয়ে চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে উপস্থিত থাকবেন এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের দাখিল করা সরকারী কার্যবিবরনী শুবেন ও আলোচনা করবেন ।
১০দিনব্যাপী অধিবেশনটি ১৩ মার্চ সমাপ্ত হবে ।
|