আফগানিস্তান পুলিশ পয়লা মার্চ ঘোষণা করেছে যে, ৫ দিনব্যাপী আফগানিস্তানের পোলিচার্কি কারাগারের দাঙ্গা শেষ হয়েছে, পুলিশ আবার কারাগার নিয়ন্ত্রণ করেছে।
পয়লা মার্চ পর্যন্ত দাঙ্গায় মোট ৬জন নিহত আর ৪০ জন আহত হয়েছে।
আফগানিস্তানের আইন কমিটির উপ-পরিচালক মহাম্মেদ কাসিম হাশিমজাই বলেছেন, আফগানিস্তান সরকার বন্দীদের জীবন মানোন্নয়নের দাবি মেনে নিয়েছে। কিন্তু কিছু বন্দীর পূণঃবিচারের দাবি অস্বীকার করেছে। তিনি বলেছেন, পুলিশ অব্যাহতভাবে কারাগার তত্ত্বাবধান করবে এবং উচ্চ মাত্রা সতর্ক অবস্থা বজায় রাখবে যাতে আবার দাঙ্গা না ঘটে।
তা হলো ২০০৪ সালের পর তৃতীয় দাঙ্গা। পুলিশের সন্দেহ, আল-কায়দা এ দাঙ্গাগুলো সৃষ্টি করেছে।
|