এ বছর চীন দেশী - বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য অভিন্ন আয়কর ব্যবস্থা প্রণয়ন করবে যাতে একীভূত শিল্পকর ব্যবস্থা চালু করা যায় । সংশ্লিষ্ট " শিল্পকর আইন" ইতিমধ্যে চীনের আইন প্রণয়ন সংস্থা - জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির আইন প্রণয়নের তালিকাভূক্ত হয়েছে ।
গত বুধবার পেইচিংয়ে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন ।
জানা গেছে , দেশী ও বিদেশী শিল্পপ্রতিষ্ঠান অভিন্ন আয়কর আইন প্রণয়নের লক্ষ্য হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সংগে সংগতি রাখা , ন্যায়সংগত , একক ও স্বচ্ছ বাজার -বিধি নির্ধারণ করা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ন্যায্য প্রতিদ্বন্দ্বিতা তরান্বিত করা । বর্তমানে চীনের রাষ্ট্রীয় পরিষদের সংশ্লিষ্ট বিভাগ "শিল্পকর আইনের" খসড়া প্রণয়নের কাজ হাতে নিয়েছে ।
বর্তমান চীনে তিনটি ধরণের আয়কর চালু রয়েছে । তার মধ্যে বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠনের আয়করের হার হচ্ছে ১১ শতাংশ , দেশী শিল্পপ্রতিষ্ঠানের আয়করের হার হচ্ছে ২২ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত বড় ও মাঝারী শিল্পপ্রতিষ্ঠানের আয়করের হার হচ্ছে ৩০ শতাংশ ।
|