v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-02 17:18:55    
চীনের গণ কংগ্রেসের অধিবেশন কি ভাবে অনুষ্ঠিত হয়?

cri
    চীনের গণ কংগ্রেস যৌথভাবে ক্ষমতা প্রয়োগ করে এবং যৌথভাবে সিদ্ধান্ত নেয়। অধিবেশন অনুষ্ঠান হচ্ছে গণ কংগ্রেসের ক্ষমতা প্রয়োগের মৌলিক উপায়। আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারে জাতীয় গণ কংগ্রেসের অধিবেশন প্রত্যেক বছর একবার করে অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্তরের স্থানীয় গণ কংগ্রেসের অধিবেশনও প্রত্যেক বছর অন্ততঃ এক বার করে অনুষ্ঠিত হয়।

 জেলা ও জেলার উপরের বিভিন্ন স্তরের গণ কংগ্রেসের অধিবেশন আহ্বান করে যার যার স্তরের গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি। অধিবেশন অনুষ্ঠানের আগে স্ট্যান্ডিং কমিটি অধিবেশনের আলোচ্যসূচীর খসড়া আর প্রেসিডিয়াম ও মহাসচিবের নামের তালিকার খসড়া উত্থাপন করে, অধিবেশনে উপস্থিতদের নামের তালিকা নির্ধারন করে এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রস্তুতিমূলক কাজ চালায়। প্রতিনিধিদের নিয়ে নির্বাচনী এলাকা অনুসারে প্রতিনিধি দল গঠিত হয় এবং প্রতিনিধি দলের নেতা ও উপনেতা নির্বাচিত হন। প্রতিনিধি দলের নেতা প্রতিনিধি দলের পূর্ণাংগ সভা আহ্বান ও পরিচালনা করেন। উপনেতা নেতার কাজে সহায়তা দেন। মহকুমা পর্যায়ের গণ কংগ্রেসের অধিবেশন আহ্বান করে পূর্ববর্তী গণ কংগ্রেসের প্রেসিডিয়াম। আগেভাগে অধিবেশনের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার দায়িত্ব ও প্রেসিডিয়ামের।

 দুই তৃতীয়াংশের বেশী প্রতিনিধির উপস্থিতিতেই কেবল গণ কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হতে পারে। জেলা ও জেলার উপরের পর্যায়ের বিভিন্ন স্তরের গণ কংগ্রেসের আনুষ্ঠানিক অধিবেশন অনুষ্ঠানের আগে যার যার পর্যায়ের গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির পরিচালনায় প্রস্তুতিমূলক অধিবেশন অনুষ্ঠান করতে হয়। প্রস্তুতিমূলক অধিবেশনে প্রেসিডিয়াম ও মহাসচিব নির্বাচন করতে হয় এবং অধিবেশনের আলোচ্যসূচী ও অধিবেশনের অন্যান্য প্রস্তুতিমূলক কাজ সম্পর্কিত সিদ্ধান্ত গৃহীত হতে হয়।

 জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনের প্রেসিডিয়ামের প্রথম অধিবেশন পরিচালনা করেন জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। জেলা ও জেলার উপরের পর্যায়ের বিভিন্ন স্তরের গণ কংগ্রেসের অধিবেশনের প্রেসিডিয়ামের প্রথম অধিবেশন পরিচালনা করেন যার যার পর্যায়ের গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির পরিচালক। অধিবেশনে প্রেসিডিয়ামের কয়েক জন নির্বাহী চেয়ারম্যান নির্বাচন করা হয়, পূর্ণাংগ অধিবেশনের নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগের জন্য প্রেসিডিয়ামের কয়েক জন সদস্য নির্বাচন করা হয় এবং উপমহাসচিব, অধিবেশনের আলোচ্যসূচী , প্রস্তাবের উপর ভোট নেয়ার পদ্ধতি, প্রতিনিধিদের প্রস্তাবউত্থাপনের সময়সীমা আর অন্যান্য প্রয়োজনীয় ব্যাপারাদি নির্ধারন করা হয়। প্রেসিডিয়ামের প্রথম অধিবেশনের পর সংশ্লিষ্ট পর্যালোচনা করে দেধা ও সিদ্ধান্ত নেয়ার জন্য প্রয়োজন অনুসারেও প্রেসিডিয়ামের কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন আহ্বান ও পরিচালনা করেন প্রেসিডিয়ামের নির্বাহী চেয়ারম্যান।

 প্রেসিডিয়ামের পরিচালনায় পূর্ণাংগ অধিবেশন অনুষ্ঠিত হয়। পূর্ণাংগ অধিবেশনে বিভিন্ন কার্যবিবরণী ও প্রস্তাব সম্পর্কিত ব্যাখ্যা পাঠ করে শোনানো হয়, ভাষন দেয়া হয়, কার্যবিবরণী ও সংশ্লিষ্ট প্রস্তাবাদির উপর ভোট নেয়া হয় এবং রাষ্ট্রীয় সংস্থার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ নির্বাচন ও নির্ধারণ করা হয়। পূর্ণাংগ অধিবেশনে প্রস্তাব অনুমোদনের জন্যে অর্ধেকের বেশী প্রতিনিধির অনুমোদন দরকার।

 জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে সংবিধান সংশোধনের জন্যে দুই তৃতীয়াংশের বেশী প্রতিনিধির অনুমোদন দরকার। প্রতিনিধি দলের সভা ও গ্রুপ সভার কর্তব্য হচ্ছে বিভিন্ন কার্যবিবরণী ও প্রস্তাব পর্যালোচনা করে দেখা।