v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-02 17:15:10    
চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিরা কিভাবে নির্বাচিত হন ?

cri
    চীনের সংবিধান, নির্বাচন আইন ও অন্যান্য সংশ্লিষ্ট আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারে আইন মোতাবেক রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিতরা ছাড়া, জাতি, বর্ণ, লিংগ, পেশা, পারিবারিক পরিচিতি, ধর্মীয় বিশ্বাস, শিক্ষার যোগ্যতা, আর্থিক অবস্থা ও অবস্থানকাল নির্বিশেষে আঠারো বছরোর্ধ বয়সের চীন গণ প্রজাতন্ত্রের যাবতীয় নাগরিকদের নির্বাচন করা ও নির্বাচিত হওয়ার অধিকার আছে। বিভিন্ন স্তরের গণ কংগ্রেসের প্রতিনিধিরা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। এর মধ্যে জেলা ও মহুকুমা পর্যায়ের গণ কংগ্রেসের প্রতিনিধিরা নির্বাচন এলাকা অনুসারে ভোটারদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। নির্বাচন এলাকা ভাগ করা হয় অবস্থান বা উত্পাদন ইউনিট, সরকারী প্রতিষ্ঠান ও কর্ম ইউনিট অনুসারে। নির্বাচন এলাকার বিশালতা অনুসারে এক থেকে তিন জন প্রতিনিধি নির্বাচন করা হয়। জাতীয় গণ কংগ্রেস আর প্রদেশ ও অপেক্ষাকৃত বড় বড় শহর পর্যায়ের গণ কংগ্রেসের প্রতিনিধিরা তার নিম্ন পর্যায়ের গণ কংগ্রেসে নির্বাচিত হন অর্থাত্ সচরাচর কথিত পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। প্রত্যক্ষ নির্বাচনে প্রার্থীরা নির্বাচনী এলাকার সুপারিশ অনুসারে নির্বাচিত হন। পরোক্ষ নির্বাচনে প্রার্থীরা নির্বাচন ইউনিট অনুসারে অর্থাত্ সমপর্যায়ের গণ কংগ্রেসের সুপারিশে নির্বাচিত হন।

    বিভিন্ন রাজনৈতিক পার্টি ও বিভিন্ন গণ সংগঠন যুক্তভাবে বা এককভাবে প্রতিনিধির প্রার্থী মনোনীত করতে পারে। দশাধিক জন ভোটার বা প্রতিনিধিও যু্ক্তভাবে প্রতিনিধি প্রার্থী মনোনীত করতে পারে। প্রতিনিধির প্রার্থীদের সংখ্যা প্রতিনিধিদের সংখ্যার চেয়ে বেশী হওয়া চাই। প্রত্যক্ষ নির্বাচনে প্রতিনিধির প্রার্থীদের সংখ্যা নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যার চেয়ে একতৃতীয়াংশ থেকে একগুন বেশী হওয়া চাই। পরোক্ষ নির্বাচনে প্রতিনিধির প্রার্থীদের সংখ্যা নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যার চেয়ে এক পঞ্চমাংশ থেকে অর্ধেক বেশী হওয়া চাই। নির্বাচন হয় গোপন ব্যালটের মাধ্যমে। নির্বাচনকারীরা প্রতিনিধির প্রার্থীদের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারেন অথবা অন্যান্য যে কোনো ভোটারদের নির্বাচন করতে পারেন কিংবা ভোটদান থেকে বিরত থাকতে পারেন। প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচনী এলাকার অর্ধেকের বেশী ভোটার অংশ নিলে নির্বাচন কার্যকর হয়। প্রতিনিধির যে কোনো প্রার্থী অর্ধেকেরও বেশী ভোটারের ভোট পেলে নির্বাচিত হন। পরোক্ষ নির্বাচনে প্রতিনিধির প্রাথীরা অর্ধেকেরও বেশী প্রতিনিধির ভোট পেলে নির্বাচিত হন।