ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার আব্বাস ২১ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে হামাসের নেতা ইসমাইল হানিয়েহকে ফিলিস্তিনের স্বশাসন সরকারের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।
হানিয়েহের বয়স ৪৩ বছর । তিনি গাজার একটি শরণার্থী শিবিরে জন্ম গ্রহণ করেন। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর তিনি এই সংস্থার সদস্য হন। ১৯৮৯ সালে ইস্রাইল হামাসকে একটি বেআইনী সংস্থা বলে ঘোষণা করে। ১৯৯২ সালে হানিয়েহ বহিষ্কৃত হয়ে লেবাননে যান। এক বছর পরে তিনি মুক্ত পেয়ে গাজায় আবার ফিরে আসেন। এর সঙ্গে সঙ্গে তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন এবং হামাস ছাত্রছাত্রী আন্দোলনের নেতা হন।
তাঁর চমত্কার কাজকর্মের জন্য হানিয়েহ সাবেক হামাসের নেতা, হামাসের প্রতিষ্ঠাতা ইয়াসিনের দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৯৮ সালে হানিয়েহ ইয়াসিন অফিসের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এবং ইয়াসিনের ঘনিষ্ঠ সাহায্যকারী হন।
হানিয়েহ হামাসের রাজনৈতিক নেতাদের প্রধান হিসেবে হামাসের ভেতরে উচ্চ মর্যাদা পান। তিনি সব সময় হাসাস আর ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার মধ্যে যোগাযোগ ও মধ্যস্থতা করেন। ২৫ জানুয়ারী অনুষ্ঠিত ফিলিস্তিনের বিধান পরিষদের নির্বাচনে হানিয়েহ হামাসের প্রথম প্রার্থী ছিলেন।
হানিয়েহ বলেছেন, হামাস প্রচেষ্টা চালিয়ে বিভিন্ন দলের সঙ্গে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করবে। ইস্রাইল স্বীকার করা এবং বল প্রয়োগ পরিহার করা হচ্ছে হামাসের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থাপিত দু'টি প্রধান শর্ত। এই দু'টি সমস্যায় হানিয়েহ কি রকম নীতি অনুসরণ করবে, তার ওপরই আন্তর্জাতিক সমাজ বিবিড় দৃষ্টি রাখবে।
|