ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিশনের সচিব, পারমাণবিক আলোচনার প্রধান প্রতিনিধি আলি লারিজানি ১ মার্চ রাশিয়ার রাজধানী মস্কোয় বলেছেন, ইরান রাশিয়ার সঙ্গে একইদিনের বৈঠকে রাশিয়ার ভূভাগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যৌথ কোম্পানি প্রতিষ্ঠা সংক্রান্ত রাশিয়ার প্রস্তাবে একমত হতে পারে নি।
বৈঠক শেষে তিনি বলেছেন, একইদিনের বৈঠক গঠনমূলক। দু'পক্ষ রাশিয়ার প্রস্তাব নিয়ে মত বিনিময় করেছে। ইরান পক্ষ মনে করে, আইনের দিক থেকে এই প্রস্তাব আরও উন্নত ও সুসম্পূর্ণ করা উচিত।
রাশিয়া পক্ষের একজন কর্মকর্তা বলেছেন, রাশিয়া ও ইরান ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে অব্যাহতভাবে পরামর্শ করবে, যাতে কূটনৈতিক পথের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান সুনিশ্চিত করা যায়।
|