১ মার্চ হংকং ও থাইল্যান্ডের শুল্ক বিভাগ হংকংয়ে "পারস্পরিক সাহায্য ও সহযোগিতার বন্দোবস্ত" নামে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যাতে যৌথভাবে আন্তঃদেশীয় অপরাধ দমন করা যায়।
হংকংয়ের শুল্ক বিভাগের পরিচালক থাং সিয়ান মিং বলেছেন, এই চুক্তি হংকং ও থাইল্যান্ডের পারসপরিক প্রশাসনিক সাহায্যের মাধ্যমে শুল্ক বিভাগের সহযোগিতা জোরদার করার প্রতীক। এতে অন্যের চোরাচালান মাদক পাচার দমন এবং মেধা-স্বত্ব সংরক্ষণ অন্তর্ভুক্ত।
জানা গেছে, হংকং শুল্ক বিভাগ মূল-ভূভাগের শুল্ক বিভাগ আর অন্য ৯টি শুল্ক সংস্থার সঙ্গে "পারস্পরিক সাহায্য সহযোগিতা বন্দোবস্ত " চুক্তি স্বাক্ষর করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছেঃ নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, ভারত ও দক্ষিণ কোরিয়া।
|