১ মার্চ সুদান সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছে । এতে নিরাপত্তা পরিষদের কাছে দাখিল করার জন্য জাতিসংঘ তদন্ত গ্রুপের তৈরী সুদানের দার্ফুর সমস্যা সংক্রান্ত গোপন দলিলপত্র তথ্য মাধ্যমের কাছে ফাঁস করে দেয়ার ঘটনা সম্পর্কে ব্যাখ্যা করার জন্য নিরাপত্তা পরিষদের কাছে জানানো হয়েছে।
জানা গেছে, একই দিন নিরাপত্তা পরিষদের এই মাসের পালাক্রমিক সভাপতিকে দেয়া একটি চিঠিতে সুদানের পররাষ্ট্রমন্ত্রী লাম আকল বলেছেন, এই ব্যাপার নিরাপত্তা পরিষদের প্রতিপত্তি এবং ভবিষ্যতে স্পর্শকাতর সমস্যায় নিরাপত্তা পরিষদের সঙ্গে সুদানের সহযোগিতা প্রভাবিত করেছে। তিনি বলেছেন, দলিলপত্রে কিছু বিষয়, বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তার নামের তালিকা তথ্য মাধ্যমের কাছে ফাঁস করে দেয়া। নিরাপত্তা পরিষদের উচিত এর জন্য দায়িত্ব বহন করা।
|