মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র আডাম এরেলি ১ মার্চ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করা এবং রাশিয়ার ভূভাগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যৌথ কোম্পানিপ্রতিষ্ঠা সংক্রান্ত রাশিয়ার প্রস্তাব সমর্থন করে। তবে বর্তমানে ইরান এই প্রস্তাব গ্রহণ করার লক্ষণি জানা যায় নি।
একইদিনে এরেলি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়া উত্থাপিত প্রস্তাব ইতিবাচক ও যুক্তিযুক্ত। তবে ইরান পক্ষ নেতিবাচক তথ্য প্রকাশ করেছে এবং ভুল দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, ইরান রাশিয়ার সঙ্গে উপরোক্ত প্রস্তাব নিয়ে একমত না হলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সমস্যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দাখিল করবে।
|