v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-02 09:51:07    
২ মার্চ

cri
    ** কোটে ডিভারের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত

    কোটে ডিভার আফ্রিকার পশ্চিমাংশে অবস্থিত, দক্ষিণ দিকে গিনি উপসাগর, লাইবেরিয়া, গিনি, মালি এবং ঘানার সঙ্গে সংলগ্ন। তার আয়তন ৩ লক্ষ ২২ হাজার ৫০০ বর্গকিলোমিটার, লোকসংখ্যা ১ কোটি ৪০ লক্ষ । দেশে মোট ৬০টিরও বেশি জাতি আছে। বিভিন্ন জাতির নিজের ভাষাও আছে। সরকারী ভাষা হলো ফরাসী । ৬৪ শতাংশ লোক বস্তুপূজায় বিশ্বাসী, ২২ শতাংশ লোক ইসলাম ধর্মাবলম্বী এবং ১৪ শতাংশ লোক ক্যাথলিক । রাজধানি আবিজান।

১৯৮৩ সালের ২ মার্চ কোটে ডিভারের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

    ** তৃতীয় কমিন্টার্ন প্রতিষ্ঠিত

    প্রথম বিশ্ব যুদ্ধ বেধে উঠার পর দ্বিতীয় কমিন্টার্ন ভেঙে যায় । লেনিন বিভিন্ন দেশের কামপন্থী বিপ্লবীদের ঐক্যবদ্ধ করার জন্য তৃতীয় কমিন্টার্ন প্রতিষ্ঠা করার ধারাবাহিক কাজ করেন ।

    রাশিয়ার অক্টোবর বিপ্লবের বিজয় , বিভিন্ন দেশের বিপ্লবী আন্দোলনের উন্নয়ন এবং বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ফলে তৃতীয় কমিন্টার্ন প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়। ১৯১৯ সালের মার্চ মাসের ২ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত লেনিনের প্রত্যক্ষ নেতৃত্বে ৩০টি দেশের শ্রমিক রাজনৈতিক পার্টির প্রতিনিধিদের একটি আন্তর্জাতিক কমিউনিস্টদের কংগ্রেস মস্কোয় আয়োজিত হয় । এই কংগ্রেসে লেনিনের প্রণয়ন করা " কমিন্টার্নের ঘোষণা ", "কমিন্টার্নেরকর্মসূচি " আর " বুর্জোয়া গণতন্ত্র ও সর্বহারাশ্রেণীর একনায়কত্বের কর্মসূচি" গৃহীত হয় এবং তৃতীয় কমিন্টার্ন( অর্থাত্ কমিউনিস্ট ইটারন্যাশনাল) প্রতিষ্ঠিত হওয়ার কথা ঘোষিত হয়।

    তৃতীয় কমিন্টার্নের কাজ হচ্ছে মার্কসবাদ প্রচার করা, বিভিন্ন দেশের শ্রমিকশ্রেণী ও ব্যাপক প্রমজীবী জনগণকে ঐক্যবদ্ধ করা, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের শাসন উচ্ছেদ করা , সর্বহারাশ্রেণীর একনায়কত্ব স্বৈরতন্ত্র স্থাপন করা এবং শোষণ- ব্যবস্থা নির্মূল করার জন্য সংগ্রাম করা ।

    ** ওয়াং হেশৌ-এর মৃত্যু

    ১৯৯৯ সালের ২ মার্চ চীনের কমিউনিস্ট পার্টির শৃঙ্খলা বিষয়ক বিখ্যাত নেতা , চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির সাবেক দ্বিতীয় সম্পাদক ওয়াং হেশৌ পেইচিংয়ে মারা যান।

    ১৯০৯ সালের ১৯ এপ্রিল চীনের হোপেই প্রদেশের থাং সিয়ান জেলায় ওয়াং হেশৌ জন্মগ্রহণ করেন। ১৯২৩ সালে তিনি বাওতিং দ্বিতীয় শিক্ষক ইন্সটিটিউটে লেখাপড়া করেন , তখন শুধু ১৫ বছর বয়সী ওয়াং হেশৌ এই ইন্সটিটিউটের কমিউনিস্ট পার্টি আর কমিউনিস্ট যুবলীগের সংগঠনের নির্দেশে থাং সিয়ান জেলায় ফিরে গিয়ে প্রগতিশীল প্রচার কাজ করেন। ১৯২৫ সালের এপ্রিল মাসে চীনের কমিউনিস্ট যুবলীগে যোগ দান করেন এবং একইবছরের অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির উত্তরাংশের কমিটির গোপনে প্রতিষ্ঠিত একটি পার্টি-স্কুলে লেখাপড়ার সময় তিনি চীনের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। ১৯২৭ সালে তিনি আবার সোভিয়েত ইউনিয়নের মস্কোর চুংশান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।

    ** রাজকুমারী ওয়েনছেংয়ের তিব্বত-যাত্রা

    ৬৪১ সালের ২ মার্চ তিব্বতী রাজা সোংচানগাবুর সঙ্গে বিয়ে হবার জন্য থাং রাজবংশের রাজকুমারী ওয়েনছেং তিব্বতে যান ।

    লাসা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত তাচাওসি মন্দিরের নির্মাণকাজ খ্রীষ্টাব্দের ৬৪৭ সালে শুরু হয় । তিব্বতী রাজা সোংচানগাবু থাংরাজবংশের রাজকুমারী ওয়েনছেংকে স্বাগত জানানোর জন্য মন্দিরটি নির্মাণ করেন ।মন্দিরের ভেতরে প্রধানকক্ষ এবং ধর্ম-গ্রন্থ কক্ষ আছে।